নন্দীগ্রামে বিজেপি প্রার্থী ঘোষণা হতেই আদি-নব্য দ্বন্দ্ব চরমে

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। দলে আদি ও নব্যর দ্বন্দ্ব আছে।

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। দলে আদি ও নব্যর দ্বন্দ্ব আছে। তার ওপর সুকান্ত, দিলীপ ও শুভেন্দুর মধ্যেকার লড়াইও আছেই। ফলে এই তালিকা প্রকাশকে ঘিরে আদি সমর্থকরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। তাঁদের অভিযোগ, তালিকার বেশিরভাগই শুভেন্দু-ঘনিষ্ঠ। তার মানে, প্রার্থী হতে গেলে ওঁর লবি করতে হবে। এই ইস্যুতেই আদি ও নব্য শিবির আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে।

আরও পড়ুন-সমাবর্তনে রাষ্ট্রপতির কাছে অভিযোগ নিয়ে আতঙ্কে উপাচার্য, আশ্রমিকরাও আমন্ত্রণ পেলেন না

নন্দীগ্রাম ২ ব্লকের হরিপুর ৫ নম্বর অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় রবিবার বিকেলে। হরিপুর অঞ্চলের দেবীপুর হাইস্কুল মাঠে বিজেপির সভা থেকে ১৫ আসনের ১৪টিতে এবং পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী ঘোষণা করেন নন্দীগ্রামে শুভেন্দুর নির্বাচনী এজেন্ট তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল। তারপরই বিজেপির অন্দরে জোর বিতর্ক। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বললেন, প্রার্থী তালিকা আগেই অনুমোদন হয়ে গিয়েছিল। তা এখুনি ঘোষণা করার কথা বলা হয়নি। হঠাৎ ঘোষণা হল কেন, ওঁরাই ভাল বলতে পারবেন।

আরও পড়ুন-২৮৫ চাষিকে ব্যাটারি-চালিত স্প্রে মেশিন প্রদান

এ নিয়ে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, নন্দীগ্রামে অন্তর্দ্বন্দ্বে জেরবার বিজেপি। ইতিমধ্যেই বহু সমর্থক ও নেতা দল ছেড়েছেন। এরপর আরও যদি কেউ দল ছাড়ে, তবে পঞ্চায়েত নির্বাচনের লড়াই বেশ কঠিন হবে। তাই আগেভাগে প্রার্থী ঘোষণা করে দিয়ে দলত্যাগ ঠেকাতে চাইছে বিজেপি।

Latest article