প্রতিবেদন : ব্যস্ত চা-বাগান। কাজ করছেন শ্রমিকেরা। বুধবার সকালে তখন আকাশে হালকা মেঘ। তখনই চা-শ্রমিকদের সঙ্গে কথা বলতে জলপাইগুড়ির মালব্লকের চা-বাগানে পৌঁছলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, বুলুচিক বরাইক। নির্বাচনী প্রচারে।
আরও পড়ুন-ভোট দিলেন শতোর্ধ্ব কুমুদিনি
মন্ত্রীদের দেখেই খুশিতে ঝলমল করে উঠল চা-শ্রমিকদের মুখগুলি। উষ্ণ অভ্যর্থনা নিয়ে এগিয়ে এলেন তাঁরা। দুপুরে তখন শ্রমিকদের খাওয়ার সময়। নিজের টিফিন বক্স থেকেই খাবার নিয়ে মন্ত্রী বীরবাহা-কে খাইয়ে দিলেন এক মহিলা শ্রমিক। মন্ত্রী যেন তাঁদেরই ঘরের মেয়ে। মন্ত্রীও মিশে গেলেন তাঁদের সঙ্গে। কথা বললেন, গল্প করলেন জানলেন তাঁদের কথা। এসবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফল। শ্রমিকদের আন্তরিকতায় বীরবাহাকে অভ্যর্থনা এদিন নজির হয়ে থাকল। স্থানীয়দের উচ্ছ্বাস থেকে স্পষ্ট, মা-মাটি-মানুষের সরকারের উপরেই ভরসা রাখছেন জলপাইগুড়ির মানুষ।