ওডেন্স, ১৪ অক্টোবর : প্যারিস অলিম্পিকের ব্যর্থতার পর ফিনল্যান্ডে আয়োজিত আর্কটিক ওপেনেও চূড়ান্ত ব্যর্থ পিভি সিন্ধু। ফর্মে ফিরতে মরিয়া ভারতীয় তারকা কোচ বদলে টুর্নামেন্টে নেমেছিলেন। কিন্তু গত সপ্তাহে কানাডার মিশেল লি-র কাছে হেরে প্রথম রাউন্ডেই ছিটকে যান। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ডেনমার্ক ওপেন। ছন্দে ফিরতে মরিয়া সিন্ধু এই টুর্নামেন্টকেই পাখির চোখ করছেন। ডেনমার্কে সিন্ধুকে প্রথম রাউন্ডে খেলতে হবে চিনা তাইপের পাই ইয়ু পো-র বিরুদ্ধে।
আরও পড়ুন-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, কোর্টে সাসপেন্ডেড ৫১ চিকিৎসক
দ্বিতীয় রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী চিনা শাটলার হান ইয়ু। সিন্ধু ছাড়া মেয়েদের সিঙ্গলসে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালবিকা বনসুদ এবং আকর্ষী কাশ্যপও। এদিকে, অলিম্পিকে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয়েছিল লক্ষ্য সেনের। আর্কটিক ওপেনে অবশ্য হতাশ করেছিলেন। দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান। ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ডে লক্ষ্যর প্রতিপক্ষ চিনা শাটলার লু গুয়াং জু। যাঁর বিরুদ্ধে এই প্রথমবার খেলবেন। দ্বিতীয় রাউন্ডে উঠলে, লক্ষ্যকে খেলতে হবে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে উঠলে তাঁর প্রতিপক্ষ কুনলাভুট ভিটিদসর্ন।