জিয়ামেন, ২৯ এপ্রিল : শেষরক্ষা হল না। গতবারের মতো এবারও সুদিরমান কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল ভারতীয় ব্যাডমিন্টন দল। গ্রুপ ‘ডি’-তে ডেনমার্ক, ইন্দোনেশিয়া ও ইংল্যান্ডের সঙ্গে ছিল ভারত। প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে হারের পর, মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার কাছেও ১-৪ ব্যবধানে হেরে গেলেন ভারতীয় শাটলাররা। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।
আরও পড়ুন-জগন্নাথদেবের কাঠের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা কাল
অথচ মিক্সড ডাবলস ম্যাচ জিতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ভারতকে ১-০ ফলে এগিয়ে দিয়েছিলেন তানিশা ক্রিস্টো ও ধ্রুব কপিলা জুটি। কিন্তু ফের হতাশ করলেন দুই তারকা পিভি সিন্ধু এবং এইচ এস প্রণয়। মেয়েদের সিঙ্গলসে সিন্ধু ১২-২১, ১৩-২১ গেমে হেরে যান প্রতিপক্ষ পুত্রী ওয়ারদানির বিরুদ্ধে। ছেলেদের সিঙ্গলসে প্রণয় ২১-১৯, ১৪-২১, ১২-২১ গেমে জোনাথন ক্রিস্টির কাছে হারলে, ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারত। এরপর মেয়েদের ডাবলস এবং পুরুষদের ডাবলসেও হেরে যান ভারতীয় শাটলাররা। ফলে ১-৪ ব্যবধানে হেরে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে।
আরও পড়ুন-প্রিমিয়ার লিগের অভিনব উদ্যোগ
এই টুর্নামেন্টের ব্যর্থতা সিন্ধুর কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলে দিল। জোড়া অলিম্পিক পদকজয়ী তারকা শাটলার দীর্ঘদিন হয়ে গেল কোনও প্রথম সারির আন্তর্জাতিক ট্রফি জিততে পারেননি। বিয়ের পর নতুন কোচের প্রশিক্ষণ নিয়েও ফর্মে ফিরতে ব্যর্থ হচ্ছেন বারবার। পাশাপাশি প্রশ্ন উঠছে, সুদিরমান কাপে টানা দু’টি ম্যাচে লক্ষ্য সেনকে না খেলানো নিয়েও। এদিন প্রণয় যাঁর কাছে হেরেছেন, সেই জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে লক্ষ্যর অতীত রেকর্ড অত্যন্ত ভাল। শেষ দু’টি সাক্ষাৎকারেই ক্রিস্টিকে হারিয়েছিলেন লক্ষ্য। তাই এই ম্যাচে প্রণয়ের বদলে তাঁকে খেলানোই যেত।