টোকিও, ১৪ জুলাই : বেশ কিছুদিনের বিরতির পর ফের কোর্টে নামছেন পিভি সিন্ধু। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাপান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সিন্ধু ছাড়াও এই টুর্নামেন্টে খেলছেন লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেঠির মতো ভারতীয় তারকারা।
জোড়া অলিম্পিক পদকজয়ী সিন্ধু দীর্ঘদিন হয়ে গেল ছন্দে নেই। লাগাতার ব্যর্থতায় মেয়েদের ক্রমতালিকায় ১৬ নম্বরে নেমে গিয়েছেন। এই বছরে সিন্ধুর সেরা পারফরম্যান্স জানুয়ারিতে ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা। তবে চারটি টুর্নামেন্টের প্রথম রাউন্ড ও তিনটি টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডেই হেরেছেন। কোচ বদলেও সাফল্যের মুখ দেখেননি। জাপান ওপেনের প্রথম রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার সিম য়ু জিন। কোরিয়ান শাটলারের বিরুদ্ধে তিনবার খেলে তিনবারই জিতেছেন সিন্ধু। তবে দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী তৃতীয় বাছাই আকানে ইয়ামাগুচি।
আরও পড়ুন-‘সুপারবাগ’ এক নিঃশব্দ হুমকি
অন্যদিকে, ছেলেদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে লক্ষ্যর প্রতিপক্ষ চিনা শাটলার ওয়াং ঝেং জিং। পিঠের চোটে কাবু লক্ষ্যও খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ছেলেদের ক্রমতালিকায় তিনি আপাতত ১৮ নম্বরে। সিন্ধুর মতো লক্ষ্যর কাছেও এই টুর্নামেন্ট ঘুরে দাঁড়ানোর মঞ্চ।
এদিকে, প্রাক্তন এক নম্বর ডাবলস জুটি সাত্ত্বিক ও চিরাগ চোট সারিয়ে কোর্টে ফেরার পর, তিনটি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন। জুনে আয়োজিত ইন্দোনেশিয়া ওপেন ছিল ভারতীয় জুটির শেষ টুর্নামেন্ট। যেখানে তাঁরা কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন। এবার খেতাব জয়ের লক্ষ্য নিয়েই জাপান ওপেনে নামছেন সাত্ত্বিক ও চিরাগ।