সেমিফাইনালে সিন্ধু, বিদায় সাইনা-প্রণয়ের

Must read

সিঙ্গাপুর: চিনা বাধা পেরিয়ে সিঙ্গাপুর ওপেনের (Singapore Open) সেমিফাইনালে উঠলেন জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালে চিনা প্রতিপক্ষ হান উয়ির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জিতে নিলেন ভারতীয় তারকা শাটলার। এক ঘণ্টার উপর রুদ্ধশ্বাস লড়াইয়ে সিন্ধু জিতলেন ১৭-২১, ২১-১১, ২১-১৯ ফলে।

আরও পড়ুন: বিরক্তি প্রকাশ রোহিতের: বিরাটের ফর্ম নিয়ে এত কথার কী আছে

বিশ্বের সাত নম্বর ভারতীয় তারকা প্রথম গেমে হেরে যান। কিন্তু দুর্দান্তভাবে ফিরে আসেন দ্বিতীয় গেমে। ছন্দ ধরে রেখে তৃতীয় গেমেও জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করেন পুল্লেলা গোপীচাঁদের ছাত্রী। হানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে ৩-০ তে এগিয়ে গেলেন সিন্ধু। গত মে মাসে থাইল্যান্ড ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। তার পর আবার সিন্ধু খেলবেন শেষ চারে। এখন দেখার সিঙ্গাপুরে খেতাব জিতে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে নামতে পারেন কি না। সেমিফাইনালে সিন্ধু খেলবেন জাপানের অবাছাই খেলোয়াড় সেইনা কাওয়াকামি।

সিন্ধুর (PV Sindhu) জয়ের দিনে অবশ্য সাইনা নেহওয়াল এবং এইচএস প্রণয় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন। বিশ্বের প্রাক্তন এক নম্বর সাইনা এদিন কোয়ার্টার ফাইনালে জাপানের আইয়া ওহরির কাছে হেরে যান। খেলার ফল ২১-১৩, ১৫-২১, ২২-২০। প্রণয় হারেন জাপানের কোদাই নারাওকার কাছে। খেলার ফল ২১-১২, ১৪-২১, ১৮-২১।

Latest article