সিঙ্গাপুর, ৯ অক্টোবর : আট বছর আগে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করেছিলেন ইছাপুরের রহিম আলি। বিশ্বকাপে গোল করতে পারেননি। এরপর সিনিয়র জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচ খেলে ফেললেও প্রথম গোলের জন্য রহিমকে অপেক্ষা করতে হল অনেকটা সময়। সিনিয়র ভারতীয় দলের জার্সিতে ১৫তম ম্যাচে অবশেষে প্রথম গোল পেলেন মোহনবাগান অ্যাকাডেমি থেকে উঠে আসা বাংলার রহিম। বৃহস্পতিবার সিঙ্গাপুরের (Singapore vs India) বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একটা সময় রহিম গোল করলেন, যখন ভারতের হার কার্যত নিশ্চিত ছিল। ০-১ গোলে পিছিয়ে ছিল দল। ম্যাচের সংযুক্ত সময়ে সিঙ্গাপুরের খেলোয়াড়ের ভুল পাস ধরে গোল করে ম্যাচে সমতা ফেরান ভারতের রহিম। দ্বিতীয়ার্ধ প্রায় পুরোটাই দশজনে খেলে রহিমের এই গোলেই ম্যাচ ১-১ ড্র করতে পারল খালিদ জামিলের ভারত। আনোয়ার আলি রক্ষণে একা কুম্ভ হয়ে লড়াই করেন। গোলে গুরপ্রীত সিং সান্ধুও ছিলেন রক্ষাকর্তা। ফলে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারছে ভারত।
আরও পড়ুন-আনন্দের বিরুদ্ধে এগিয়ে কাসপারভ
গ্রুপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠলেও এশিয়ান কাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা কমছে ভারতের (Singapore vs India)। হংকং এদিন বাংলাদেশের বিরুদ্ধে জিতে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। ১৪ অক্টোবর গোয়ায় সিঙ্গাপুরের বিরুদ্ধে ফিরতি ম্যাচ জিততেই হবে সুনীল ছেত্রীদের। না হলে এশিয়ান কাপে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে।
এদিন গোটা ম্যাচে সেভাবে সুযোগই পায়নি খালিদের দল। আক্রমণভাগে সুনীল ছেত্রী একা পড়ে যাচ্ছিলেন। আক্রমণে কোনও ধার ছিল না ভারতের। প্রথমার্ধের যোগ করা সময়ে রক্ষণের ভুলে গোল হজম করে পিছিয়ে পড়ে খালিদের দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের উপর বিপর্যয় নেমে আসে। সন্দেশ ঝিঙ্গান লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। এরপর ভাগ্য ছিল ভারতের যে, পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনে খেললেও সিঙ্গাপুর আর গোল সংখ্যা বাড়াতে পারেনি।