মাত্র ৫৩ কলকাতায় অনুষ্ঠান করতে এসে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রখ্যাত গায়ক কে.কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। সোমবার ও মঙ্গলবার পরপর দুদিন নজরুল মন্চে অনুষ্ঠান করেন। জানা যাচ্ছে উৎকর্ষ ২০২২ কলেজ ফেস্ট এ তিনি গাইতে এসেছিলেন। ৩০ তারিখ ছিল ঠাকুরপুুকুর বিবেকানন্দ কলেজ ও ৩১ তারিখ মঙ্গলবার ছিল গুরুদাস কলেজের অনুষ্ঠান। এই দুদিনই তিনি নজরুল মঞ্চে গান করেন।
আরও পড়ুন-সিভিল সার্ভিসে কৃতীদের পরামর্শ
মঙ্গলবার অনুষ্ঠান শেষে ধর্মতলার একটি বেসরকারি হোটেলে ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকাই তীব্র বুকে ব্যাথা অনুভব করেন। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। কথা বলেন হাসোতাল কতৃপক্ষের সঙ্গে। কৃষ্ণকুমার কুন্নাথ পুরো নাম হলেও গোটা দেশ তাঁকে চিনত কে. কে নামেই। তিনি বলিউডে হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়, মালায়লি ছবিতে গান গেয়েছেন। এই কিছুদিন আগে পরিচালক সৃজিত মুখার্জির হিন্দি ছবি শেরদিলের জন্যও গান গেয়েছেন। তাঁর এই অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন কেউই। এখনও কারও বিশ্বাস হচ্ছে না কে. কে আর নেই। চিরতরে হারিয়ে গেল তাঁর গলার যাদু।