রবিবার সকালে প্রয়াত শিল্পী প্রশান্ত তামাং। দিল্লিতে একটি অনুষ্ঠান চলাকালীন আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। দিল্লির একটি হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৪৩ বছরের এই শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও দিল্লির অনুষ্ঠানে এভাবে আচমকা মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেছে তাঁর পরিবার।
আরও পড়ুন-স্কুটিতে ৪ জন আরোহী, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মৃত ৩
২০০৭ সালে ইন্ডিয়ান আইডলের মঞ্চ গোটা দেশকে চিনিয়েছিল প্রশান্ত তামাংকে। দার্জিলিংয়ের ছেলে বাংলার মুকুটে নতুন পালক যোগ করেছিলেন। শিল্পী হওয়ার খ্যাতি কখনই তাঁকে নিজের শিকড়কে ভুলতে দেয়নি। তিনি দার্জিলিংকেই নিজের বাসস্থান বেছে নিয়েছিলেন।
নেপালি জনগোষ্ঠীর হাসিখুসি প্রশান্ত খুব সহজেই ইন্ডাস্ট্রির পাশাপাশি দেশের সঙ্গীত শ্রোতাদের মনও জয় করে নিয়েছিলেন। কলকাতা পুলিশের কনস্টেবল পদে কাজ করার সময়ই ইন্ডিয়ান আইডলের স্বীকৃতি পান তিনি। সেই সময় কলকাতা পুলিশের পক্ষ থেকেও তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছিল। যদিও সঙ্গীতই তাঁকে এই পেশা ছাড়তে বাধ্য করেছিল। সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি প্রশান্ত অভিনয়ের দিকেও ঝোঁকেন।
আরও পড়ুন-চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়
নেপালি চলচ্চিত্র থেকে পর্দায় আত্মপ্রকাশ প্রশান্ত তামাংয়ের। সম্প্রতি পাতাললোক-২ সিরিজে ভিলেনের চরিত্রে রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন প্রশান্ত। এহেন কেরিয়ারের শিখরে থাকা প্রশান্তের আচমকা মৃত্যু যেন আবার মনে করিয়ে দিল সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু। দিল্লির একটি গানের অনুষ্ঠানে গান গাওয়ার পরেই অসুস্থ বোধ করেন তিনি। তাঁকে দ্বারকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন-আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী জানান, ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও দেশের অন্যতম খ্যাত একজন শিল্পী প্রশান্ত তামাংয়ের অসময়ে আকস্মিক মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর দার্জিলিংয়ের শিকড় ও একসময়ে কলকাতা পুলিশের সঙ্গে সংযোগ তাঁকে বাংলার কাছে আরও প্রিয় করে তুলেছিল। তাঁর পরিবার, বন্ধু ও অগণিত অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।

