জুবিনের মৃত্যুতে পুলিশের জালে গায়কের পুলিশ অফিসার ভাই

এর আগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল, এবার পুলিশকর্তাকে নিয়ে এখনও পর্যন্ত জুবিনের মৃত্যুতে গ্রেফতারির সংখ্যা দাঁড়াল পাঁচ।

Must read

গুয়াহাটি: নয়া মোড় তদন্তে। গায়ক জুবিন গর্গের মৃত্যুতে এবার গ্রেফতার হলেন খোদ পুলিশকর্তা। সিঙ্গাপুরে গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে বলিউড গায়কের মৃত্যুর খবরে চমকে ওঠেন অনুরাগীরা। জোরালো হয় খুনের তত্ত্ব। তদন্তে নেমে এবার গায়কের খুড়তুতো ভাই অসম পুলিশের আধিকারিক সন্দীপন গর্গকে গ্রেফতার করল পুলিশ। মৃত্যুর সময় তিনি গায়কের সঙ্গেই ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন-জলের ট্যাঙ্কে পাওয়া গেল পচাগলা দেহ

এর আগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল, এবার পুলিশকর্তাকে নিয়ে এখনও পর্যন্ত জুবিনের মৃত্যুতে গ্রেফতারির সংখ্যা দাঁড়াল পাঁচ। জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ স্বামীর মৃত্যুতে প্রথম দিন থেকেই সঠিক তদন্তের দাবি করে আসছেন। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে জুবিনের দেহের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট সরকারকে ইতিমধ্যেই ফেরত দিয়েছেন গরিমা। তিনি সাফ জানিয়েছেন, এটা কোনও ব্যক্তিগত তথ্য নয়, তাই প্রকাশ্যে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তদন্তকারীরা। মৃত্যুরহস্যের কিনারা করতে অসম পুলিশের তরফে সিট গঠন করা হয়েছে বলে জানা গেছে। সিট ইতিমধ্যে গায়কের পরিচিত বেশ কয়েকজনকে সমন পাঠিয়েছে।

Latest article