এশিয়া জয় করে গ্রামে ফিরল সিঙ্গুরের মেয়ে নেহা

স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা করে গ্রামবাসীদের ভালবাসার উচ্ছ্বাসে ভেসে বাড়িতে ফেরে নেহা।

Must read

সংবাদদাতা, হুগলি : দুবাই থেকে যোগাসনে এশিয়া জয় করে গ্রামে ফিরল সিঙ্গুরের মেয়ে নেহা বাগ। তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মঙ্গলবার দুবাই থেকে সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামে ফিরল নেহা। শুধু ট্রফিই নয়, একইসঙ্গে ৪টি বিভাগে সোনাও জিতেছে সে। এদিন সিঙ্গুরের কামারকুণ্ডু স্টেশনে ট্রেন থেকে নামতেই গ্রামবাসীরা মালা পরিয়ে তাকে সংবর্ধনা দেয়। বাদ যায়নি খুদেরাও। স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা করে গ্রামবাসীদের ভালবাসার উচ্ছ্বাসে ভেসে বাড়িতে ফেরে নেহা। গ্রামের মেয়ের সাফল্যে খুশি আট থেকে আশি।

আরও পড়ুন-সরকারি প্রকল্পে বরদাস্ত নয় দুর্নীতি, বাগদায় প্রচারে বার্তা পার্থ ভৌমিকের

দুবাইয়ে আয়োজিত এই তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে ইরাক, ইরান, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া-সহ মোট ১০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল। ভারতের বিভিন্ন রাজ্য থেকেও ২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতায়। বিভিন্ন বিভাগে তাদের হারিয়ে ৪টি সোনার পদক-সহ চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফিও জিতে নিয়েছে সিঙ্গুরের মেয়ে নেহা। এর আগে ২০২২ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপের দুটি বিভাগে সোনা ও দুটি বিভাগে রুপো জিয়েছিল নেহা। ২০২৩ সালে হরিয়ানায় তৃতীয় ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাতেও ৪টি সোনা জিতেছিল সে। পাশাপাশি একটি বিভাগে রানার আপও হয়েছিল। সেই বছরই ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে ৩টি সোনা ও ২টি রুপোর পদক জিতেছিল সে। তারপরই দুবাইয়ে এই সাফল্য। আগামিদিনে নেহার লক্ষ্য, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনার পদক। এই সাফল্যের পিছনে সমস্ত কৃতিত্ব নিজের মাকেই দিয়েছে সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের মেয়ে নেহা।

Latest article