ফের SIR আতঙ্কে মৃত্যু রাজ্যে। এবার উত্তর ২৪ পরগনার দমদমে (Dumdum) SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা। জানা গিয়েছে তিনি দক্ষিণ দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরএন গুহ রোডের বাসিন্দা। পরিবারের তরফে বলা হয়েছে ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যা করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে অনেককে জিজ্ঞাসা করছিলেন এবং বেশ চিন্তিত ছিলেন তিনি। এরপর যখন দেখলেন ২০০২ সালের তালিকায় বৈদ্যনাথের বাবা-মায়ের নাম নেই তখন তিনি রীতিমত হতাশাগ্রস্ত হয়ে পড়লেন।
আরও পড়ুন-”সিদ্ধান্ত আইনবহির্ভূত”, GTA মধ্যস্থতাকারী বাতিলের দাবিতে মোদিকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
ঘটনার পর তাঁর স্ত্রী জানিয়েছেন এসআইআর নিয়ে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার রাত ২টোর পর হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান বৈদ্যনাথ। মোবাইল ফোনও নেননি সাথে তিনি। ঘর থেকে বেরনোর সিসিটিভি ফুটেজ রয়েছে। কিন্তু মোবাইল ফোন না নেওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ভয়েই পুলিশের দ্বারস্থ হন বৈদ্যনাথের স্ত্রী। সোমবার ভোরে দমদমের আরএন গুহ রোডের কাছে একটি গাছ থেকে বৈদ্যনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজার থানায় খবর গেলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন-দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মৃতের স্ত্রী জয়ন্তী হাজরা অভিযোগ করেন এসআইআর নিয়ে আতঙ্ক এতটাই বেড়েছিল বৈদ্যনাথ হাজরার যে তিনি এই ধরণের সিদ্ধান্ত নিলেন। দম্পতির ২ সন্তান, বড় ছেলে কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করছেন, মেয়ে পঞ্চম শ্রেণির পড়ুয়া। পরিবারের বাকিরা সান্তনা দিলেও তিনি নিশ্চিন্ত হতে পারেন নি। অন্যদিকে বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগরেও SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ প্রকাশ্যে এসেছে।

