ভুল পদ্ধতিতে এসআইআর, জবাব তলব সুপ্রিম কোর্টে

Must read

প্রতিবেদন : বাংলায় ভুল পদ্ধতিতে চলছে এসআইআর (SIR_Supreme Court)। এই অপরিকল্পিত প্রক্রিয়া নিয়ে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। সোমবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনের করা এসআইআর মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্য কান্তের। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল বলেন, পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি (SIR_Supreme Court) অনুসরণ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে নাম পাঠানো হচ্ছে। সেই ভিত্তিতে নোটিশ জারি হচ্ছে। লজিকাল ডিসক্রেপেন্সির কথা বলে ১ কোটি ৩২ লাখ নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নোটিশে অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে। যেমন, কেন আপনার ৬ সন্তান? প্রধান বিচারপতি পাল্টা বলেন, সেক্ষেত্রে তাঁদের জন্য আদালতের দরজা খোলা রয়েছে। এরপরই প্রধান বিচারপতি সূর্য কান্ত এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন-সহ সব পক্ষকে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেন। নির্বাচন কমিশনের তরফে নোটিশের জবাব দেওয়ার জন্য দু সপ্তাহ সময় চাওয়া হয়।

আরও পড়ুন-ব্যক্তির থেকে বড় দল : অভিষেক, প্রচার করুন সরকারি উন্নয়ন প্রকল্পের কথা

Latest article