এসআইআর (SIR) হিয়ারিং তালিকায় উঠে এসেছে একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বের নাম। এবার নোটিশ পাঠানো হল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে (Prasun Mukherjee)। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের তরফে শুনানির চিঠি গেল প্রাক্তন নগরপালের বাড়িতে। জানা গেছে তাঁর ছেলে রণজয় মুখোপাধ্যায়কেও এসআইআর হিয়ারিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন-নৃশংস! যোগীরাজ্যে উদ্ধার মহিলার আধপোড়া-অর্ধনগ্ন দেহ
লজিকাল ডিস্ক্রিপেন্সি নাম দিয়ে কখনও ডেকে পাঠানো হচ্ছে নোবেলজয়ী অমর্ত্য সেনকে, কখনো নোটিশ যাচ্ছে অভিনেতা দেব, অনির্বাণ ভট্টাচার্য কিংবা বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ সামির মতো তারকাদের কাছে। কিন্তু প্রাক্তন নগরপালকে নোটিশ পাঠানো হলো কেন? রণজয় বলেন, “আমাকে এবং আমার বাবাকে নির্বাচন কমিশনের নোটিস পাঠানো হয়েছে। ২০০২ সালের তালিকায় নাম নেই। ১৪ এবং ১৫ তালিকায় আমাদের SDO অফিসে গিয়ে প্রমাণ করতে হবে আমরা ভোটার হচ্ছি। আমি ২০১৯-এর কংগ্রেসের হয়ে লড়াই করেছিলাম। আমি যদি ১৪ তারিখ না যাই তাহলে আমি ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাব। বিজেপি যেটা ভেবেছিল রোহিঙ্গা-মুসলিম। অথচ হিন্দুদেরই বেশি নাম বাদ যাচ্ছে।” আসলে ২০০২ সাল থেকে পাঁচ বছর উত্তরবঙ্গের আইজি পদে পোস্টিং ছিল প্রসূন মুখোপাধ্যায়ের। সম্ভবত সেই কারণেই খসড়া তালিকায় নাম নেই। যিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন, দীর্ঘদিন আইনের রক্ষক হিসেবে কাজ করেছেন এবার তাঁকে নিজের ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে। নির্লজ্জ কমিশন আর কত ভাবে বাংলার মানুষকে অপমান করবে, প্রশ্ন তুলছে আমজনতা।

