অভিষেকের নির্দেশে পিংলায় এসআইআর সহায়তা কেন্দ্র চালু

Must read

সংবাদদাতা, পিংলা : প্রত্যেক অঞ্চলে এসাইআর সংক্রান্ত সহায়তা কেন্দ্র খুলে মানুষকে সহযোগিতা করা হবে, শুক্রবার দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেইমতো শনিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার খড়্গপুর ২ ব্লকের বাড়বাসী এলাকায় পপরয়াড়া ৬/২ অঞ্চল তৃণমূলের তরফে খোলা হয় সহায়তা কেন্দ্র। সেখানে ইন্টারনেট, ল্যাপটপ-সহ দলের লোকজন এবং গ্রাম পঞ্চায়েত প্রধান সনাতন বেরা বসেছেন। এলাকার মানুষ যা যা জানতে চান বা তাঁদের কী করণীয় তা সহায়তা কেন্দ্র থেকে জানানো হচ্ছে। দলের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সহায়তা কেন্দ্র চালু থাকবে বলে জানা‌ গিয়েছে৷

আরও পড়ুন-গেরুয়া কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল গণমঞ্চ

Latest article