সিরাজের কীর্তি, টানা তিন জয় শুভমনদের

জয়ের হ্যাটট্রিকে দু'নম্বরে গুজরাট। ঘরের মাঠেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হায়দরাবাদ। টানা চার হারে আরও চাপ বাড়ল প্যাট কামিন্সদের উপর।

Must read

হায়দরাবাদ, ৬ এপ্রিল: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার জবাবটা বল হাতেই দিচ্ছেন মহম্মদ সিরাজ। আগের ম্যাচে পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। রবিবার হায়দরাবাদি সিরাজের আগুনে ঝলসে গেল হায়দরাবাদের ব্যাটিং। গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ফের গুজরাট টাইটান্সকে জিতিয়ে ম্যাচের নায়ক ভারতীয় পেসার। আইপিএলে ১০০ উইকেট নিয়ে নতুন কীর্তি সিরাজের। হায়দরাবাদের ১৫২ রান তাড়া করে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেট হাতে রেখে জয়ের রান তুলে দেয় গুজরাট। শুভমন, ওয়াশিংটন সুন্দরের ব্যাটে সূর্যাস্ত নিজামের শহরে। জয়ের হ্যাটট্রিকে দু’নম্বরে গুজরাট। ঘরের মাঠেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হায়দরাবাদ। টানা চার হারে আরও চাপ বাড়ল প্যাট কামিন্সদের উপর।

আরও পড়ুন-কেন এত হাহাকার কেন এমন অবিচার

টসে জিতে উপ্পলে সানরাইজার্সকে শুরুতে ব্যাট করতে পাঠিয়েছিলেন শুভমন। আগ্রাসী ব্যাটিংয়ের টেমপ্লেট ফেরানোর লক্ষ্যে থাকা ট্রাভিস হেড, অভিষেক শর্মারা ছন্দে থাকা সিরাজের বিক্রমের সামনে আটকে গেলেন। হায়দরাবাদে সিরাজ লোকাল হিরো। নিজের গড়ে শুরুতেই হেড (৮) ও অভিষেককে (১৮) ফিরিয়ে ধাক্কাটা দেন সিরাজ। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে হায়দরাবাদ। ঈশান কিশান (১৭), নীতীশ রেড্ডি (৩১), হেনরিখ ক্লাসেন (২৭), অনিকেত ভার্মারা (১৮) শুরুটা ভাল করলেও দলকে বড় স্কোরে পৌঁছে দিতে পারেননি। শেষ পর্যন্ত ক্যাপ্টেন কামিন্সের ৯ বলে অপরাজিত ২২ রানের ক্যামিও হায়দরাবাদকে দেড়শো পেরোতে সাহায্য করে। ডেথ ওভারে অনিকেত ও সিমরজিৎ সিংকে আউট করেন সিরাজ। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট সিরাজের। জবাবে শুরুতে সাই সুদর্শন ও জস বাটলারকে আউট করে হায়দরাবাদের আশা জাগিয়েছিলেন মহম্মদ শামি ও ক্যাপ্টেন কামিন্স। কিন্তু শুভমন ও ওয়াশিংটন দ্বিতীয় উইকেট জুটিতে ৯০ রান যোগ করে গুজরাটের জয় কার্যত নিশ্চিত করেন। শামির বলে ওয়াশিংটন (২৯ বলে ৪৯) ফিরলেও শেরফানে রাদারফোর্ডকে (১৬ বলে ৩৫ অপরাজিত) সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করে দেন শুভমন (৪৩ বলে ৬১ অপরাজিত)।

Latest article