শুরুতে আবহাওয়া খানিকটা খারাপ ছিল। তাই নির্দিষ্ট সময়ের ঘণ্টা দুয়েক পরে (স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে) মহাকাশের উদ্দেশে পাড়ি দিল ভার্জিন গ্যালাক্টিকের মহাকাশযান ভিএসএস ইউনিটি বা ইউনিটি-২২। আমেরিকার নিউ মেক্সিকোর মরুশহর ট্রুথ অর কনসিকোয়েন্সেসের খানিক দূরে মরুভূমি থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে। যার অন্যতম যাত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিষা বান্দালা।
সাইকেলে চড়ে আজ মহাকাশযান পর্যন্ত পৌঁছন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন। উৎসাহ এতটাই চরমে ছিল যে মহাকাশযানের কাছে পৌঁছতেই সিরিষা-সহ আরও তিন সযাত্রীকে জড়িয়ে ধরেন তিনি। এরপর সেই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন রিচার্ড নিজে ।ক্যাপশানে তিনি লিখেছেন, ‘‘মহাকাশে যাওয়ার এক সুন্দর দিন আজ।’’
আরও পড়ুন-জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়
আকাশের অন্তিম প্রান্তে যেখানে মহাকাশ শুরু হচ্ছে, সেখান থেকে ঘুরে ফিরে আসে তাঁদের মহাকাশযান। পৃথিবীর মাটি ছাড়ার পরে প্রথমে একটি জোড়া ‘মাদারশিপ’ ৫০ হাজার ফুট পর্যন্ত উঠে ইউনিটি-২২-কে মুক্ত করে দেয়। ‘মাদারশিপ’ থেকে ইউনিটি-২২ মুক্ত হওয়ার পরেই তার দু’টি ইঞ্জিন চালু হয়ে যায়।এর পরেই ঘণ্টায় প্রায় ৩৭০০ কিলোমিটার গতিবেগে ইউনিটি-২২ মহাকাশের প্রান্তে ৮০ কিলোমিটার উচ্চতায় ওঠে। এইসময় সিট বেল্ট খোলা যায়। সেইসময় কিছুক্ষণের জন্য ভারশূন্য অবস্থায় থাকেন সিরিষারা। সেখান থেকে পৃথিবীর অর্ধচন্দ্রাকার আকৃতি পর্যবেক্ষণ করেন তাঁরা। তাঁর ঠিক কিছুক্ষণ পরেই ফের শুরু হয় পৃথিবীতে ফেরার তোড়জোড়।
এবছরেই ফের আরও দু’বার মহাকাশে যাত্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে ব্র্যানসনের সংস্থা ভার্জিন গ্যালাক্টিকের। আগামী বছর থেকে পুরোপুরি বাণিজ্যিকভাবে চালু হবে প্রকল্পটি। তারপর থেকে বছরে ৪০০টি মহাকাশ-উড়ানের পরিকল্পনা রয়েছে ব্র্যানসনের।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…