এসআইআরের আসল লক্ষ্য ভোটারদের বাদ দেওয়া, বিএলওদের অকাল মৃত্যুর দায় কার? লোকসভায় প্রশ্ন তুললেন কল্যাণ

লোকসভায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছেন, বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘সার’ যেভাবে পরিচালনা করা হচ্ছে, তার আসল উদ্দেশ্য কী?

Must read

নয়াদিল্লি : বিএলওদের মৃত্যুর দায় কার? লোকসভায় প্রশ্ন তুললেন তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসআইআর নিয়ে আলোচনায় তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কীভাবে ভোটচুরি চলছে কমিশন-বিজেপির মিলিত কারচুপিতে। তাঁর অভিযোগ, এসআইআরের কাজ শুরু হওয়ার পর থেকে অমানবিক কাজের চাপ দেওয়া হচ্ছে বিএলওদের উপরে। বাংলায় আত্মহত্যা করেছেন ২০ জন, অসুস্থ হয়ে পড়েছেন ৫ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। আত্মহত্যার চেষ্টা করেছেন ৩ জন। এর জন্য দায়ী কে? নির্বাচন কমিশন? লোকসভায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছেন, বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘সার’ যেভাবে পরিচালনা করা হচ্ছে, তার আসল উদ্দেশ্য কী?

আরও পড়ুন-বন্দে মাতরম নিয়ে ময়না তদন্ত করা দুর্ভাগ্যজনক

মঙ্গলবার নির্বাচনী সংস্কার নিয়ে আয়োজিত বিশেষ আলোচনায় অংশগ্রহণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, ‘সার’-এর আসল উদ্দেশ্য হল অন্তর্ভুক্তি৷ কিন্তু এখানে সরকার ও নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হল, ভোটারদের নাম বাদ দেওয়া! এটা সংবিধান-বিরোধী পদক্ষেপ৷ তাহলে ২০২৪ সালের লোকসভা ভোটে যারা নির্বাচিত হয়েছে, তাদের জয়ের ভিত্তি কী? এদিন কতগুলি যুক্তিসঙ্গত সুনির্দিষ্ট বিষয় তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, কমিশনের ক্ষমতা নিয়ে। তাঁর বক্তব্য, কমিশন বলছে যে তাদের কাছে তদারকির ক্ষমতা আছে। তাই তারা যা খুশি করতে পারে। কিন্তু মনে রাখা দরকার, তদারকির ক্ষমতা কখনওই সংসদের তৈরি করা কোনও আইনের ক্ষমতার থেকে বেশি হতে পারে না। বিএলওদের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরিস্থিতি নয়, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও বলেছেন, সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। সেটা তো বিজেপি শাসিত রাজ্য! বিজেপি শাসিত গুজরাতে ৬ জন, রাজস্থানে ৩ জনের মৃত্যু হয়েছে। কেউ কি তাঁদের কাছে গিয়েছেন? বিজেপির কোনও সাংসদ ও মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন কেন এই মৃত্যু? আমরা কিন্তু গিয়েছিলাম। সোনালি বিবির প্রসঙ্গ তোলেন প্রবীণ তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বিহারে কোথায় অনুপ্রবেশকারী? যদি অনুপ্রবেশ হয়ে থাকে তবে তা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রুটি। বুধবার রাজ্যসভায় এসআইআর নিয়ে আলোচনা শুরু হওয়ার সম্ভবনা। তৃণমূল কংগ্রেসের তরফে ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, দোলা সেন ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন।

Latest article