প্রয়াত হলেন লরেটো সিস্টার্সের (Loreto Sisters) সিস্টার সিরিল (Sister Cyril)। জানা গিয়েছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। ১৯৩৬ সালে আয়ারল্যান্ডে (Ireland) তাঁর জন্ম হয় । তিনি ১৯৫৬ সালে ভারতে আসেন। এরপর থেকে ভারতেই তাঁর শিক্ষা বিস্তারের বিরাট কর্মকাণ্ড চলে। এদিন তাঁর প্রয়াণে শিক্ষামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে ।
আরও পড়ুন-মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক
উল্লেখ্য ১৯৭৯ সালে লরেটো ডে স্কুল শিয়ালদহতে (কলকাতা) প্রিন্সিপাল পদ যোগ দেন তিনি। তাঁর অধীনে লরেটো ডে স্কুল বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্করণ এর মধ্য দিয়ে যায়। প্রিন্সিপাল হিসাবে তাঁর মেয়াদকালে, এক বিশিষ্ট বেসরকারি স্কুল হয়ে ওঠে লরেটো। দরিদ্রতা, জাতি, ধর্ম নির্বিশেষে শিক্ষার এল দেখানো হাত শিশুদের। সিস্টার সিরিলকে ২০০৭ সালে ভারত সরকার চতুর্থ-সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। শিক্ষা জগতে তাঁর অবদান এক দৃষ্টান্ত বলেই গণ্য করা হয়।
আরও পড়ুন-জাতীয়তাবাদী বঙ্কিম বঙ্কিমী জাতীয়তাবাদ
এদিন টুইট বার্তায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করেছেন ‘একজন বিশিষ্ট শিক্ষা সংস্কারক, সমাজকর্মী এবং দরিদ্রদের বন্ধু লরেটো সিস্টার্সের সিস্টার সিরিলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমাদের জন্য এক বিরাট ক্ষতি। সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষমতায়নের জন্য রাষ্ট্রীয় কল্যাণ প্রকল্পে তাঁর অবদান অপরিসীম ছিল। লরেটো সিস্টার্সদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
I am deeply saddened by the passing of Sister Cyril of Loreto Sisters, an eminent educational reformer, social worker and friend of the poor. Her death is a great loss for us. Her contribution to State welfare schemes for the empowerment of underprivileged children was…
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2023