যোগী রাজ্যের প্রশাসনিক অপদার্থতা বার বার বুঝিয়ে দেয় উত্তরপ্রদেশে (UttarPradesh) নারী সম্মান ও সুরক্ষা একেবারেই তলানিতে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলায় দুই সঙ্গীকে নিয়ে নিজের শ্যালিকাকে গণধর্ষণ (Gangrape) করলেন এক যুবক। সেখানেই শেষ নয় শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাট করতে জ্বালিয়ে দেওয়া হল দেহ।
আরও পড়ুন-সমতলেও যেন পাহাড়ি আবহাওয়া, কলকাতা থেকে দেরিতে ছাড়ল ১০ বিমান
গত ২৩ জানুয়ারি থেকে মুজফ্ফরনগরের বাভানা গ্রামের বাসিন্দা ওই ২১ বছরের তরুণী নিখোঁজ ছিলেন। অনেক খুঁজেও না পেয়ে পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হয়। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তরুণীকে পছন্দ করতেন তাঁর ভগ্নিপতি আশিস। প্রায়ই উত্যক্ত করতে দেখা যেত এলাকায়। কিছুদিন আগে তাঁকে বিয়ে করার জন্য তরুণীর ওপর রীতিমত চাপ সৃষ্টি করে ওই যুবক। তরুণী সরাসরি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
আরও পড়ুন-বাংলা সাহিত্যে হাস্যরস
তরুণীর ভগ্নিপতিকে আটক করে পুলিশ। জেরার মুখে আশিস স্বীকার করে দুই বন্ধুর সঙ্গে মিলে তিনিই ধর্ষণ করে খুন করেছেন নিজের শ্যালিকাকে। জেরার পরেই তরুণীর দগ্ধ দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। আপাতত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার (গ্রামীণ) এই বিষয়ে জানিয়েছেন, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও বাকি দুই অভিযুক্ত শুভম ও দীপক পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।