দোষীদের রেয়াত নয়! মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন রাজ্যের

Must read

রাজ্য সরকার মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তিনজন ডেপুটি সুপার ও ৬ জন ইনস্পেক্টরকে নিয়ে ৯ সদস্যের এই সিট গঠন করা হয়েছে। অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত করবে এই সিট (SIT)।

আরও পড়ুন- বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন গাভাই, শপথ ১৪ মে

মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম মুর্শিদাবাদের হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছিলেন। এরপর জানা গিয়েছে এ দিন এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। এই সিটে স্থানীয় জেলাপুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ, এসটিএফ, সিআইডি ও রাজ্যের আইবি সকলকে মিলে তৈরি হয়েছে। এবার থেকে মুর্শিদাবাদের অশান্তির সমস্ত ঘটনার তদন্ত করবে এই বিশেষ দল।

Latest article