শুক্রবার সকালে মুর্শিদাবাদের ধুলিয়ানের ডাকবাংলো মোড়ে পৌঁছে গেল রাজ্য পুলিশের এসআইটি (SIT) ও ফরেনসিক দল। এই এলাকাতেই প্রথম অগ্নিসংযোগে অশান্তির ঘটনা ঘটে। ভস্মীভূত হয়ে যাওয়া ক্যাফে পরিদর্শন করে দেখছেন তদন্তকারীরা। ট্রাফিক গার্ডে শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ।
আরও পড়ুন- গুড ফ্রাইডে-তে বার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেকের
গত কয়েক দিনের অশান্তির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদে বিভিন্ন এলাকা। এদিন সকালে ধুলিয়ানে সব দোকানপাট খোলা হয়েছে। বাজার হাটে মানুষজনের চেনা ভিড় দেখা গেছে। নতুন করে আর কোনও উত্তেজনার খবর নেই। গত বুধবার রাতে নবাবের জেলায় অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের তরফে গঠিত বিশেষ তদন্তকারী দলের (SIT) প্রথম বৈঠক হয়। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারের নেতৃত্বে ওই দলে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এবং সংশ্লিষ্ট তিন থানা, সুতি, সামশেরগঞ্জ এবং ফারাক্কার ওসিরা রয়েছেন। রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সুপার এবং সিআই পদমর্যাদার কয়েক জন অফিসারও। ইতিমধ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি তৈরির ঘটনায় ধৃত নাবালকদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।