সৌন্দর্য ও লোকশিক্ষায় সাজছে সিউড়ি পুরসভা

তাদের শোধরানোর জন্য ঋষি মনীষীদের ছবি আঁকা হচ্ছে। সেই সঙ্গে বিখ্যাত মানুষদের মুখ সামনে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে।

Must read

সংবাদদাতা, সিউড়ি : সিউড়ি পুরসভা সরকারি দেওয়ালে পান ও গুটকার পিক রুখতে অভিনব কৌশল নিল। বিভিন্ন দেওয়ালে ঋষি, মনীষী থেকে শুরু করে দেশের কৃতী মানুষদের ছবি আঁকা হচ্ছে। একদিকে জবরদখল সরানো হচ্ছে, পাশাপাশি দেওয়াল জুড়ে রঙবাহারি মনোরম দৃশ্য আঁকা হচ্ছে। পুরসভা এই কাজে বিশ্বভারতী কলাভবনের ছাত্র অর্ণব ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যে সিউড়ি ভগৎ সিং পার্কের ঠিক উল্টোপাশে গায়িকা লতা মঙ্গেশকর, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, স্বামী বিবেকানন্দ, গায়ক মান্না দে প্রমুখের ছবি আঁকা হয়েছে।

আরও পড়ুন-৩১ বুথে বিজেপির প্রাপ্তি শূন্য! ডবল ইঞ্জিন ধাক্কা রাজস্থানে

পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, শহরজুড়ে বিভিন্ন দেওয়াল নোংরা করার একটা প্রবণতা রয়েছে কিছু মানুষের মধ্যে। তাদের শোধরানোর জন্য ঋষি মনীষীদের ছবি আঁকা হচ্ছে। সেই সঙ্গে বিখ্যাত মানুষদের মুখ সামনে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে। শহরের শিশুদের জন্য দেওয়ালে ছবিতে চিড়িয়াখানা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। যা দেখে শিশুরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। উজ্জ্বল আরও জানান, ইতিমধ্যে সিউড়ি শহরের সৌন্দর্যায়নে প্রায় তিন কোটি টাকার প্রকল্প পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠানো হয়েছে। অনুমোদন এলেই শুরু হবে কাজ।

Latest article