রাজস্থানে একই পরিবারের ছ’জনের দেহ উদ্ধার

পুলিশ এসে ওই বাড়ির দরজা ভেঙে চার শিশু-সহ ছটি দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে বাড়ির একটি ঘরেই ছটি দেহ পড়েছিল।

Must read

প্রতিবেদন : রাজস্থানেও এবার দিল্লির বুরারি কাণ্ডের ছায়া। একটি বাড়ি থেকে উদ্ধার হল ছয় জনের মৃতদেহ। যার মধ্যে চারটি শিশু। সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স মাত্র চার মাস। কী কারণে ওই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার রাজস্থানের উদয়পুর জেলার গোগুন্ডা শহরের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ওই পরিবারের কোনও সদস্যকে কয়েকদিন দেখতে না পেয়ে প্রতিবেশীরাই পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন-দলিত মহিলা জল পান করায় গোমূত্র দিয়ে ট্যাঙ্ক শুদ্ধীকরণ! বিজেপি-শাসিত রাজ্য

পুলিশ এসে ওই বাড়ির দরজা ভেঙে চার শিশু-সহ ছটি দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে বাড়ির একটি ঘরেই ছটি দেহ পড়েছিল। পরিবারের কর্তা ও তিন শিশুর দেহ সিলিং থেকে ঝুলছিল। বিছানায় পড়েছিলেন এক মহিলা। তাঁর পাশে ছিল চার মাসের সন্তানের নিথর দেহ। ওই ছয়জনকে কেউ খুন করেছে নাকি, তারা আত্মহত্যা করেছেন তা জানতে দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্ভবত পরিবারের প্রধান কর্তা সকলকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন। কী কারণে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। তদন্তের কাজে ডগ স্কোয়াডও ওই বাড়িতে যায়। উল্লেখ্য, কয়েক মাস আগে মহারাষ্ট্রের সাংলি জেলার মিরাজ গ্রামে একটি পরিবারের নয় সদস্যের মৃত্যু হয়েছিল। ২০১৮ সালে দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ জন সদস্য আত্মহত্যা করেন।

Latest article