প্রতিবেদন : একটি অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় ছয়জনের মৃত্যু হয়েছে (Road Accident in Maharashtra)। রবিবার ভোরে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বীড় জেলার মঞ্জরসুম্বা-পাটোদা জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, গাড়ি দুটির অবস্থা এমনই হয় যে ক্রেনের সাহায্যে আলাদা করতে হয়। পুলিশ জানিয়েছে, জিয়াচিওয়াড়ি গ্রামের একটি পরিবার পুণেতে বিয়েবাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিল। মাঝপথে হঠাৎই অটোটি সজোরে ওই গাড়িকে ধাক্কা মারে৷ এই সংঘর্ষে ওই ছোট গাড়িতে থাকা একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে অটোচালকেরও।
আরও পড়ুন: যোগীরাজ্যে জুলুমবাজি: পতাকা না কিনলে রেশন নয়
অন্যদিকে রবিবার ভোরে রাজ্যে আরও একটি দুর্ঘটনায় (Road Accident in Maharashtra) প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের বিধান পরিষদের প্রাক্তন সদস্য ও শিব সংগ্রাম পার্টির নেতা বিনায়ক মেটে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মণ্ডপ টানেলের কাছে হঠাৎই একটি গাড়ি বিপরীত দিক থেকে এসে বিনায়কের গাড়িতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা নবি মুম্বইয়ের একটি হাসপাতালে বিনায়ককে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।