ষাটোর্ধ্বদের লাগবে না কোমর্বিডিটি শংসাপত্র

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক (প্রিকশনারি বা বুস্টার) টিকা নেওয়ার জন্য ৬০ বছর বা তার বেশি বয়সিদের কোমর্বিডিটি সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ পেশ করতে হবে না।

Must read

প্রতিবেদন : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক (প্রিকশনারি বা বুস্টার) টিকা নেওয়ার জন্য ৬০ বছর বা তার বেশি বয়সিদের কোমর্বিডিটি সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ পেশ করতে হবে না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সের যেসব নাগরিক দু’টি কোভিড-১৯ টিকা ইতিমধ্যেই নিয়েছেন, তাঁরা স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট রিপোর্ট বা চিকিৎসকের দেওয়া প্রমাণপত্র ছাড়াই সতর্কতামূলক তৃতীয় টিকা পাবেন।

আরও পড়ুন-বরফের চাদরে সান্দাকফু

প্রসঙ্গত, এর আগে বুস্টার টিকা নেওয়ার ঘোষণার সময় বলা হয়েছিল, যেসব ষাটোর্ধ্ব মানুষ ক্যানসার, যক্ষ্মা, ডায়াবেটিস বা গুরুতর হৃদরোগে আক্রান্ত, তাঁদেরই সতর্কতামূলক টিকা দেওয়া হবে৷ তবে জনমতের চাপে তা কিছুটা শিথিল করতে বাধ্য হল কেন্দ্র৷

Latest article