প্রতিবেদন : ঠিক এক সপ্তাহ পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে সে দেশের প্রধান বিরোধী দল এসজেবি সর্বসম্মতিক্রমে পরর্বর্তী রাষ্ট্রপতি পদের জন্য সাজিথ প্রেমদাসাকে (Sajith Premdasa) মনোনীত করেছে। বুধবার এসজেবি জানিয়েছে, দলের সেক্রেটারি রঞ্জিত মাদুমা বাৎন্দারা প্রেমদাসার নাম প্রস্তাব করেন। দলের সভাপতি শরৎ ফনেসকা সাজিথের নাম সমর্থন করেছেন। এর ফলে ২০ জুলাই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সাজিথ (Sajith Premdasa) এগিয়ে আছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এসজেবির ৫০ জন সাংসদ করেছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে জিততে হলে প্রয়োজন ১১৩ জন সাংসদের সমর্থন। রাজনৈতিক মহল মনে করছে, বিরোধী সাংসদরা প্রায় সকলেই সাজিথকেই সমর্থন করবেন।
আরও পড়ুন: জনরোষ, সংঘর্ষ, জরুরি অবস্থা
এদিন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাঁর নাম মনোনীত হওয়ার খবর পেয়ে সাজিথ বলেন, তিনি শ্রীলঙ্কাকে রক্ষা করতে এবং নতুন করে দেশের অর্থনীতি গড়ে তুলতে প্রস্তুত আছেন। উল্লেখ্য, সাজিথ হলেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট রণসিঙ্ঘে প্রেমদাসার ছেলে। ১৯৯৩ সালে খুন হয়েছিলেন রণসিঙ্ঘে। সেসময় মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর করছিলেন সাজিথ। দেশে ফিরে সাজিথ যোগ দেন বাবার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টিতে।