বাংলার বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Must read

বাংলার বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে, সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ট্যাব প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি আরও বলেন, “কাজ করতে গেলে ভুল হবেই। ভুল করলে শুধরে নিতে হয়”। তাঁর কথায় সংকট আসবেই। কিন্তু কোনও সংকটে ভয় না পাওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষক দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা চলছে। একের পর এক নেতা-মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বিধায়ক মানিক ভট্টাচার্য জেল হেফাজতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভুল শুধরে নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি (CM Mamata Banerjee) বলেন, “কাজ করতে গেলে ভুল হবে। চলতে গেলে হোঁটচ লাগেই। যদি কেউ ভুল করে, তা শুধরে নেওয়া হবে। ভুল করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে”

আরও পড়ুন: ১০ লক্ষেরও বেশি পড়ুয়াকে স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার করে টাকা

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কিছু মানুষ বাংলাকে ভালোবাসে না। সারাজীবন কুৎসা আর অপপ্রচার করে। কয়েকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এইসব সংবাদ মাধ্যম অশান্তিতে ইন্ধন জোগায়। ভেজাল খবর পরিবেশন করে।ব তাদের সব তথ্য সত্য নয়। সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। “সকালে ঘুম থেকে উঠে বলব, আমি ভালো থাকব”। খারাপ কথা ভাবলে ব্রেনের সেল নষ্ট হয়। ভালো ভালো কথা ভাববেন। শিশুদের সঙ্গে আর প্রকৃতির মধ্যে থাকার চেষ্টা করবেন-বার্তা মুখ্যমন্ত্রী।

বাংলা বিরোধী কাজ চলছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তবে, সংকট এলেও ভয় না পেয়ে মোকাবিলা করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভয় পাবেন না। সংকট আসতে পারেন। কিন্তু তার মোকাবিলা করতে হবে। তাঁর কথায়, “ভাষা থেকে নাসা আমরাই পারব।“

Latest article