টার্গেট পূরণ করতে না পারায় ক্রীতদাসের মত আচরণ কর্মচারীর সঙ্গে

ইতিমধ্যেই একটি ভি়ডিয়োও ভাইরাল হয়েছে, যেখানে কর্মীদের হাঁটুতে ভর দিয়ে হাঁটতে এবং মেঝে চাটতে দেখে নিন্দার ঝড় উঠেছে।

Must read

বেসরকারি কর্মস্থানের (Private firm) মূলমন্ত্র টার্গেট। বেসরকারি সংস্থায় বাস্তব চিত্র ভয়ানক সেই বিষয়ে সন্দেহ নেই। একটি প্রাইভেট মার্কেটিং ফার্মের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে এবার ঘৃণ্য আচরণ করার অভিযোগ উঠল। বিষয়টি সামনে আসতে শ্রম দফতরের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মাসের টার্গেট পূরণ করতে না পারায়, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হল কর্মচারীদের। হাঁটু গেড়ে হাটানো হল, মাটি থেকে জিভ দিয়ে চেটে কয়েন তোলানো হয়েছে, কর্মীদের সঙ্গে একপ্রকার কুকুরের মতোই ব্যবহার করা হল।

আরও পড়ুন-জোফ্রা, যশস্বী জেতালেন রাজস্থানকে

কেরলের পেরুম্বাভুরে কলুরের এই বেসরকারি ফার্মে বেশ কিছু কর্মী মার্চ মাসে পারফর্ম করতে পারেননি। যারা টার্গেট পূরণ করতে পারেননি, তাদের এমন শাস্তির সম্মুখীন হতে হয় কোম্পানির মানাজেমেন্টের তরফে। ইতিমধ্যেই একটি ভি়ডিয়োও ভাইরাল হয়েছে, যেখানে কর্মীদের হাঁটুতে ভর দিয়ে হাঁটতে এবং মেঝে চাটতে দেখে নিন্দার ঝড় উঠেছে। রাজ্যের শ্রমমন্ত্রী ভি শিবকুট্টি এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। রাজ্য মানবাধিকার কমিশনও এই বিষয়ে মামলা দায়ের করেছে। তাছাড়া যুব কমিশনও আলাদাভাবে হেনস্থার মামলা করেছে। পুলিশ জানিয়েছে, ওই ফার্মের কর্মীদের কাছ তরফে কোনও অভিযোগ জমা পড়েনি। তবে ভিডিও প্রকাশ হওয়ার পরেও ফার্মের মালিক সব অভিযোগ অস্বীকার করেছেন।

Latest article