শনিবার, ১ জুলাই ২০২৩ ভোররাতে মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানা জেলার মহামার্গ এক্সপ্রেসওয়েতে একটি বাসে আগুন লেগে যায়। রাত প্রায় ২ টো। বাসেই ঘুমিয়ে পড়েছিলেন যাত্রীরা। হঠাৎই বীভৎস শব্দ করে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাস। খুব অল্প সময়েই ছড়িয়ে পড়ে সেই আগুন। বাসের পিছনের দিকের কাচ ভেঙে বেরিয়ে আসেন কয়েকজন যাত্রী। বেশির ভাগ যাত্রীরাই বেরতে পারেননি। বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। আপাতত ২৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। চালক সহ আহতদের এখন চিকিৎসা চলছে হাসপাতালে।
আরও পড়ুন-লাল-গেরুয়া দলের অপপ্রচারের জবাব দেবে মানুষ
টায়ার ফাটার প্রচন্ড শব্দ শুনে হঠাৎ করেই চমকে ওঠেন যাত্রীরা । তারপরই আগুন লেগে যায়। আগুন কয়েক মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। বেরিয়ে আসেন কয়েকজন যাত্রী। জানা গিয়েছে ৫ জন যাত্রী ট্রেন থেকে বেরতে সক্ষম হন।
আরও পড়ুন-মালদহ সভার প্রস্তুতি
মধ্যরাতে রাস্তায় কেউ ছিল না তাই স্বাভাবিকভাবে সাহায্য় পাওয়া দুষ্কর হয়ে গিয়েছিল। অনেক গাড়িকেই থামানোর চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু অত রাতে কেউই থামেনি। এরপর স্থানীয় বাসিন্দাদের ডেকে আনেন ওই যাত্রীরা। এলাকার বাসিন্দারা এসে দেখেন বীভৎস পরিস্থিতি। চোখের সামনে যাত্রীদের ঝলসে যেতে দেখেছেন তারা। পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ২৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন এবং তাদের জন্য ৫ লক্ষ টাকা এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছেন।