প্রতিবেদন : বারাণসীতে জেতার পর প্রথমবার রোড-শোতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর কনভয়ে উড়ে এল চটি। নিরাপত্তারক্ষীরা চটি সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেন। কিন্তু তার পরেই একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে শোনা যায় চপ্পল ফেককে মার দিয়া কই। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি জাগোবাংলা। ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। বিস্মিত রাজনৈতিক মহল বলছে, যে দেশে প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরপত্তাই নেই, সেখানে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবেন। ভিআইপি নিরাপত্তা ডিঙিয়ে কীভাবে এই ঘটনা ঘটল সে নিয়েও তাজ্জব পিএমও। ঘটনার পিছনে কারা তা জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কনভয়ে জুতো ছোঁড়ার ঘটনা বিরল।
আরও পড়ুন: মোদি-শাহর শেয়ার কেলেঙ্কারি, পূর্ণাঙ্গ তদন্তের দাবি তৃণমূলের