প্রতিবেদন : রাজ্যের সচিবালয় নবান্নের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে বিশেষ স্মার্ট কার্ড (Smart card- Nabanna) চালু করা হচ্ছে। নতুন বছরে ১ জানুয়ারি থেকে এই অ্যাকসেস কার্ড চালু করার কথা রয়েছে। নবান্নের সমস্ত কর্মীকে বিভিন্ন তলায় যাওয়ার জন্য এই কার্ড (Smart card- Nabanna) ব্যবহার করতে হবে। সেই কার্ড নিয়েই তিনি নির্দিষ্ট তলে পৌঁছতে পারবেন। চিপ-যুক্ত বিশেষ প্রযুক্তির কার্ডগুলিতে ঠিক করা থাকবে কার্ডের ব্যবহারকারীর যাত্রাপথ। কে কত তলা পর্যন্ত যেতে পারবেন সেই সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে কার্ড। পাশাপাশি, এই সুরক্ষা ব্যবস্থাটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে নবান্নের প্রতিটি করিডরে দু’টি করে সিকিউরিটি গেটও বসানো হচ্ছে। প্রতিটি গেটের গায়ে বসানো থাকবে কার্ড সোয়াপিং মেশিন। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নির্দিষ্ট কার্ড ছোঁয়ানোর পরে তবেই খুলবে গেট। সেক্ষেত্রে ওই ব্যক্তির ওই নির্দিষ্ট তলে যাওয়ার প্রবেশাধিকার থাকলে তবেই সেই কার্ড মেশিন ঠেকালে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গেটটি খুলবে। যদিও, কিছু অফিসার এবং পুলিশ আধিকারিকদের প্রতিটি তলেই যাতায়াতের প্রয়োজন থাকে। সেক্ষেত্রে বিশেষ পদাধিকার বলে তাঁদের দেওয়া হবে ‘অল ফ্লোর অ্যাক্সেস কার্ড’।