রৌনক কুণ্ডু, কোচবিহার: রাজ্যের অভিনব উদ্যোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চালু হবে স্মার্ট ক্লাস। সেখানে থাকবে টিভি, ডিস প্লে বোর্ড, খেলার সামগ্রী। খুদেদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়াতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। এমনকী সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে এই বিল মেটাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি৷
আরও পড়ুন-কামতাপুরি ও রাজবংশী ভাষায় আরও স্কুলের অনুরোধ সুমনের
কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে৷ মার্চ মাসের মধ্যে প্রথম ধাপের কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন হবে৷ এরপরে ধাপে ধাপে বাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিরও পরিকাঠামো উন্নয়নে কাজ শুরু হবে৷ কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে, এই জেলায় ৪১৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে৷ এরমধ্যে প্রথম ধাপে ৯৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে চিহ্নিত করে শুরু হবে স্মার্ট ক্লাস। জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আর্থিক খরচ ব্যয় হবে৷ প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে প্রায় তিরিশ হাজার টাকা করে ব্যয় হবে৷ জানা গিয়েছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কী কী খাবার বরাদ্দ তাও লেখা থাকবে দেওয়ালে৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টিভি বা খেলার সামগ্রী থাকলে শিশুরা বেশি উৎসাহিত হবে৷ এতদিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ ছিল না। বিদ্যুৎ সংযোগের ব্যবস্থার পাশাপাশি এবারে স্মার্ট ক্লাস চালুর ভাবনা শুরু হয়েছে কোচবিহারে।
কী কী থাকবে
শিক্ষামূলক অনুষ্ঠান দেখাতে টিভি
আধুনিক ডিসপ্লে বোর্ড
খুদেদের নানারকম খেলার সামগ্রী
খাবারের তালিকা দিন অনুযায়ী লেখা থাকবে দেওয়ালে
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…