সীমান্ত এলাকায় স্মার্ট ক্লিনিকের সূচনা

এবার সীমান্তের মানুষদের দ্রুত ও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশমতোই এগাচ্ছে কাজ।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গতি এসেছে স্বাস্থ্যক্ষেত্রে। প্রত্যন্ত এলাকায় তৈরি হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। উন্নত ও আধুনিক পরিষেবা মিলছে জেলার হাসপাতালগুলিতে। উন্নত হয়েছে পরিকাঠামোও। এবার সীমান্তের মানুষদের দ্রুত ও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশমতোই এগাচ্ছে কাজ।

আরও পড়ুন-সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিলি ব্লকের ৫ নং জামালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হল এই স্মার্ট ক্লিনিক। উদ্বোধন করেন হিলি ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার। উপস্থিত ছিলেন জামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী বর্মন। উল্লেখ্য, এর আগে জামালপুর এলাকায় অনলাইনে চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ ছিল না। নতুন এই স্মার্ট ক্লিনিকে মোবাইল নম্বর দিয়ে রোগীদের রেজিস্ট্রেশন হবে। অনলাইনেই রোগীদের প্রেসক্রিপশন জেনারেট হবে। স্মার্ট ক্লিনিক চালুর ফলে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষরা আগের থেকে আরও ভাল স্বাস্থ্য পরিষেবা পাবেন। এই ক্লিনিক চালু হওয়ায় বিশেযভাবে উপকৃত হবেন এলাকার বাসিন্দারা। অনলাইনেই বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাঁরা। এরফলে দ্রুত মিলবে পরিষেবা। রাজ্যের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Latest article