কলকাতা : যাত্রী সুবিধার্থে মেট্রোরেলে চালু হচ্ছে অ্যাপ নির্ভর কিউআর কোড বেসড টিকিট। ডিসেম্বরের গোড়া থেকেই চালু হয়ে যাচ্ছে এই নয়া ব্যবস্থা। করোনাকালে সংক্রমণ এড়াতে এই ব্যবস্থা যাত্রীদের মধ্যে জনপ্রিয় হবে বলেই মনে করছে কলকাতা মেট্রো।
আরও পড়ুন : ওয়ার্ডের বাসিন্দাই এজেন্ট
সংস্থা সূত্রে খবর, মাস দুয়েক আগেই এর জন্য তোড়জোড় শুরু করেছিল মেট্রো। এরই মধ্যে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সবকটি স্টেশনে কোড স্ক্যানার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। বরানগর এবং দক্ষিণেশ্বর স্টেশনে প্রথম থেকেই কিউআর কোড স্ক্যানার যুক্ত অত্যাধুনিক গেট বসানো আছে। ফলে ই-টিকেটিং পরিষেবা এখন শুধু চালু হওয়ার অপেক্ষা। এই পদ্ধতিতে টিকিট কাটতে যাত্রীর কাছে স্মার্ট ফোন থাকতে হবে। ফোনে কলকাতা মেট্রো অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর সেই অ্যাপে নিজের নাম রেজিস্টার করে কাটা যাবে টিকিট। প্রত্যেক স্টেশনের জন্য থাকবে পৃথক কিউআর কোড।