সেক্টর ফাইভে স্মার্ট নজরদারি চালু স্বয়ংক্রিয় নম্বর প্লেট ব্যবস্থা

প্রথম পর্যায়ে সেক্টর ফাইভের চারটি গুরুত্বপূর্ণ মোড়ে উচ্চক্ষমতাসম্পন্ন ইনফ্রারেড যুক্ত এএইচডি এএনপিআর ক্যামেরা লাগানো হবে।

Must read

প্রতিবেদন : রাজ্যের তথ্যপ্রযুক্তি হাব সেক্টর ফাইভে যানবাহন নিয়ন্ত্রণ ও নজরদারি ব্যবস্থাকে আরও আধুনিক করতে রাজ্য সরকার স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ বা এএনপিআর প্রকল্প আনতে চলেছে। নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি ও রাজ্য সরকারের ওয়েবেল টেকনোলজি লিমিটেড বিধাননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এই প্রকল্প রূপায়ণ করবে। এই ব্যবস্থায় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে লাগানো ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর প্লেট শনাক্ত করবে, যার মাধ্যমে যান চলাচলের ধরন বিশ্লেষণ, ট্রাফিক নিয়মভঙ্গের ঘটনা ধরতে পারা এবং আইন প্রয়োগের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। সরাসরি পুলিশ ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকায় এই প্রযুক্তির মাধ্যমে চুরি যাওয়া বা সন্দেহভাজন গাড়ি শনাক্ত করতেও সুবিধা হবে। চূড়ান্ত ব্যস্ত তথ্য প্রযুক্তি তালুকে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি, দূরদূরান্ত থেকে রুজি-রুটির সন্ধানে ওই এলাকায় আসা মানুষের নিরাপত্তা বাড়ানো এই প্রকল্পের মূল লক্ষ্য।

আরও পড়ুন-প্রত্যন্ত এলাকায় পৌঁছল ত্রাণ

প্রথম পর্যায়ে সেক্টর ফাইভের চারটি গুরুত্বপূর্ণ মোড়ে উচ্চক্ষমতাসম্পন্ন ইনফ্রারেড যুক্ত এএইচডি এএনপিআর ক্যামেরা লাগানো হবে। বেনফিশ (বিহার ওয়ারিয়র গেট), ফিলিপস মোর, ২১৫এ বাসস্ট্যান্ডের পোস্ট অফিসের সামনে এবং ওই বাসস্ট্যান্ডের ডানদিকের মোড়ে। মোট ১৫টি ক্যামেরা বসানো হবে এই এলাকাগুলিতে। ২৪ ঘণ্টা নজরদারির জন্য ৪৯ ইঞ্চি আল্ট্রা এইচডি ডিসপ্লে-সহ একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। এনডিআইটিএ ও ডবলিউটিএল যৌথভাবে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) তৈরি করেছে, যারা প্রকল্পের অগ্রগতি তদারকি করবে।
অধিকারিকদের দাবি, রাজ্য সরকারের স্মার্ট পরিকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ। এর ফলে সেক্টর ফাইভের ট্রাফিক ব্যবস্থাপনা আরও নির্ভুল, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর হবে— যা দৈনন্দিন যাত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় সহায়ক হতে চলেছে।

Latest article