যশস্বীর রান আউটে হতবাক স্মিথরাও

দুরন্ত ছন্দে ব্যাটিং করতে থাকা যশস্বী জয়সওয়ালের রান আউটই বক্সিং ডে টেস্টের বৃহত্তর প্রেক্ষাপটে বিশাল প্রভাব ফেলতে চলেছে।

Must read

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর : দুরন্ত ছন্দে ব্যাটিং করতে থাকা যশস্বী জয়সওয়ালের রান আউটই বক্সিং ডে টেস্টের বৃহত্তর প্রেক্ষাপটে বিশাল প্রভাব ফেলতে চলেছে। সাফ জানিয়ে দিলেন স্টিভ স্মিথ। আর এক অস্ট্রেলীয় নাথান লিয়ন রান আউট বিতর্কে রীতিমতো নিষ্ঠুর প্রতিক্রিয়া দিয়েছেন। যশস্বীর রান আউটকে ‘বারবিকিউ’ বলেছেন অজি অফ-স্পিনার।
এমসিজি-তে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে রানের পাহাড়ে বসিয়েছেন স্মিথ। কিন্তু যশস্বী ও বিরাটের তৃতীয় উইকেট জুটি অস্বস্তি বাড়াচ্ছিল অস্ট্রেলীয়দের। স্মিথ বলেছেন, ‘‘খুব ভাল পার্টনারশিপ চলছিল। আমরা জুটিটা শেষ পর্যন্ত ভাঙতে পেরেছি। এরপর আরও দুটো উইকেট তুলে নিয়েছি দিনের শেষে। শেষ এক ঘণ্টা আমাদের কাছে ছিল দুর্দান্ত। আমার মনে হয় জয়সওয়ালের রান আউট ম্যাচের প্রেক্ষাপটে বিশাল প্রভাব ফেলবে।’’

আরও পড়ুন-ঘনবসতি এলাকায় অগ্নিকাণ্ড, একাধিক ছোট গাড়ি কেনার সিদ্ধান্ত দমকলের

স্মিথের মনে হয়েছিল, বিরাট কোহলিও এদিন বড় রান পেতে চলেছেন। অস্ট্রেলীয় তারকা ব্যাটারের কথায়, ‘‘ভাল শুরু করেছিল। বিরাটের ব্যাটিংয়ে শৃঙ্খলা দেখতে পাচ্ছিলাম। খুব ভালভাবে বল ছাড়ছিল। বোলারদের সব কৌশলের জবাব দিচ্ছিল। ভেবেছিলাম, আমরা একটা মাস্টারক্লাস দেখব। আউটের আগে পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের বল খেলেনি। ভাগ্য ভাল, ক্যাচটা ঠিকঠাক নিতে পেরেছি।’’
লিয়ন আবার এমন অপ্রত্যাশিত রান আউটে হতবাক। যশস্বী আউট হওয়ার পর বিরাটকে রান আউট নিয়ে হালকা স্লেজিংও করেছেন। স্কট বোলান্ডের ওভারের শেষ বলটি মিড অনের দিকে ঠেলে দিয়েই রান নেওয়ার জন্য ক্রিজ ছাড়েন যশস্বী। বিরাটকে রান নেওয়ার জন্য ডাকেন। কিন্তু নন-স্ট্রাইকার প্রান্তে থাকা বিরাট দেখেন, বল সোজা মিড অনে দাঁড়ানো প্যাট কামিন্সের হাতে যাচ্ছে। যশস্বীর ডাকে তাই সাড়া দেননি তিনি। ততক্ষণে যশস্বী মাঝ-ক্রিজে। তাঁর পক্ষে আর ফেরা সম্ভব ছিল না। লিয়নের প্রতিক্রিয়া, ‘‘এটা আমার দেখা অন্যতম সেরা ‘বারবিকিউ’। ওরা খুব সহজেই এগোচ্ছিল। জানি, চাপ অনেক মজার কিছু ঘটায়। আমরা কিছুটা চাপ তৈরি করতে পেরেছিলাম। নির্বোধের মতো রান আউট কোচেদের ঘাতক, তাই না?’’
এদিকে, ওপেনিংয়ে ব্যর্থ হওয়ার পর বছর শেষে পছন্দের চার নম্বরে ফিরে পরপর সেঞ্চুরি। স্মিথ বললেন, ‘‘নিজের উপর বিশ্বাস ছিল। এতদিন খেলার পর জানি, উত্থান-পতন থাকেই। অফ ফর্ম এবং রান না পাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। এই ধরনের উইকেটে বড় রান পাওয়ার জন্য ভাগ্যের সাহায্যও দরকার।’’

Latest article