মুম্বই, ৮ ডিসেম্বর : গত কয়েকটা সপ্তাহ দুঃস্বপ্নের মতোই কেটেছে। পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়েটা শেষ পর্যন্ত ভেঙেই দিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)! এবার ফের ক্রিকেটে মনোযোগ ফেরালেন স্মৃতি। ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ডব্লুপিএল। সোমবার থেকে তারই প্রস্তুতি শুরু করে দিলেন বাঁ হাতি ব্যাটার। নেটে স্মৃতির ব্যাট করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভাই শ্রবণ মান্ধানা। বিয়ে ভাঙার পর এই প্রথমবার প্রকাশ্যে এলেন স্মৃতি।
গত ২৩ নভেম্বর সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল স্মৃতি-পলাশের। বিয়ের দিনই অন্য মহিলার সঙ্গে পলাশের সম্পর্কের কথা জানতে পারেন স্মৃতি। মানসিকভাবে ভেঙে পড়লেও, তখনই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিয়ে ভেঙে দেওয়ার। মেয়ের এই সিদ্ধান্তের কথা শুনেই অসুস্থ হয়ে পড়েছিলেন স্মৃতির বাবা। কিন্তু তাতেও সিদ্ধান্তে অনড় থাকেন স্মৃতি। অবিশ্বাসের সম্পর্ক টেনে নিয়ে যেতে রাজি ছিলেন না তিনি। রূপকথার বিয়ের শেষটা হয় তিক্ততার মধ্য দিয়ে।
আরও পড়ুন-‘ রুশা’র টাকা নিয়ে হাফমন্ত্রীর অভিযোগ ওড়ালেন ব্রাত্য
সেই দুঃস্বপ্ন ভুলতে ক্রিকেটকেই আঁকড়ে ধরলেন স্মৃতি (Smriti Mandhana)। ডব্লুপিএলের প্রথম ম্যাচেই হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে স্মৃতির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোমবার নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করেছেন স্মৃতি। যেভাবে অনায়াসে বোলারদের বিরুদ্ধে উইকেটের চারধারে শট খেলেছেন, তা দেখে মনে হয়েছে, ব্যক্তিগত জীবনের ধাক্কা তাঁর খেলায় কোনও প্রভাব ফেলেনি।

