রাজকোট, ১৬ জানুয়ারি : চলতি বছরের শেষ দিকে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে মেয়েদের। তার আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ সিরিজ জয় দলের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। নেতৃত্বে সাফল্যের পাশাপাশি ব্যাটেও রান করেছেন। সিরিজের শেষ ম্যাচে ওপেনিংয়ে এবং দলগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ডের পাশাপাশি ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির নজিরও গড়েছেন মান্ধানা (Smriti Mandhana)। নতুনদের মধ্যে ওপেনার প্রতীকা রাওয়াল নজর কেড়েছেন। তাঁর সঙ্গে স্মৃতির কথোপকথনের একটি ভিডিও বৃহস্পতিবার শেয়ার করেছে বিসিসিআই। সেখানে স্মৃতি বলেন, ‘‘দুটো ৩-০ সিরিজ জয় বিশ্বকাপের বছরে। এটা খুব ভাল ব্যাপার আমাদের জন্য। এখান থেকে ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ। ওয়ান ডে-তে সেরা বছর কাটানোর চেষ্টা করতে হবে।’’
আরও পড়ুন- সপ্তাহে ৩৫ কোটির প্রস্তাব রোনাল্ডোকে, সঙ্গে পাঁচ শতাংশ ক্লাবের শেয়ার
তারকা ওপেনার আরও বলেন, ‘‘আমি ক্রিজে গিয়ে স্বাধীনভাবে ব্যাট করতে ভালবাসি। এভাবেই খেলতে চাই। সবসময় শট খেলতে পারা যায় না। আবার অনেক সময় নিজের ছন্দে খেলার সুযোগ থাকে। তাই পরিস্থিতি বুঝে সেভাবেই নিজেকে প্রয়োগ করা উচিত।’’ এদিকে, বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ভারতীয় দল থেকে বাদ যাওয়ার খবর লুকিয়েছিলেন শেফালি ভার্মা। বাবা সঞ্জীব ভার্মাই তাঁর মেন্টর। শেফালি বলেন, ‘‘দল থেকে বাদ পড়ার দু’দিন আগে বাবার হার্ট অ্যাটাক হয়। এক সপ্তাহ পর বাবা একটু সুস্থ হতেই সত্যিটা জানিয়েছিলাম।’’