নবি মুম্বই, ১৭ জানুয়ারি : মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন স্মৃতি মান্ধানা। কিন্তু তাঁর দল শুধু ৮ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারালই না, টুর্নামেন্টের চারটি ম্যাচই জিতে নিয়েছে। শনিবারের অন্য ম্যাচে ইউপি ওয়ারিয়র্স ২২ রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে।
দিল্লি এদিন প্রথমে ব্যাট করে তুলেছিল ১৬৬ রান। শেফালি ভার্মার ৬২ ছাড়া লুসি হ্যমিলটন করেন ৩৬ রান। জবাবে আরসিবি দিল্লির বোলারদের দাঁড়াতেই দেয়নি। বিশেষ করে স্মৃতি। তিনি ৬১ বলে ৯৬ রান করেন। জর্জিয়া ভল ৫৪ রানে নট আউট থেকে যান। রিচা ঘোষকে চারেই নামানো হয়েছিল। তিনি নট আউট ছিলেন ৭ রানে। ১৮.২ ওভারে জয়ের রান তুলে নেয় আরসিবি। এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের অনুমতি দিয়েছে কর্নাটক সরকার। আরসিবি ফ্যানেদের কাছে তারই সেলিব্রেশন স্মৃতিদের এই চারে চার করে ফেলা।
আরও পড়ুন-বাংলাদেশের বিরুদ্ধে নাটকীয় জয় ভারতের
এদিকে, বদলা নেওয়া হল না উল্টে শনিবার ইউপি ওয়ারিয়র্সের কাছে ২২ রানে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে চলতি ডব্লুপিএলে দ্বিতীয়বার ইউপির কাছে হারলেন হরমনপ্রীত কৌররা। জেতার জন্য ১৮৮ রান তাড়া করতে নেমে, মুম্বই কুড়ি ওভারে ৬ উইকেটে ১৬৫ রানেই আটকে গেল।
প্রথমে ব্যাট করতে নেমে, অধিনায়ক মেগ ল্যানিং ও ফোবে লিচফিল্ডের জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে স্কোরবোর্ডে বড় রান তুলেছিল ইউপি। সঙ্গী ওপেনার কিরণ নাভগিরে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় উইকেটে লিচফিল্ডের সঙ্গে ৭৪ বলে ১১৯ রান যোগ করেন ল্যানিং। লিচফিল্ড আউট হন ৩৭ বলে ৬১ রান করে। ল্যানিংয়ের অবদান ৪৫ বলে ৭০। আগের ম্যাচের সেরা হার্লিং দেওল আউট হন ১৬ বলে ২৫ রান করে। ক্রো ট্রয়ান করেন ১৩ বলে ২১। মুম্বইয়ে অ্যামেলিয়া কের ৩টি ও ন্যাট শিভার ব্রান্ট ২টি উইকেট দখল করেন।
আরও পড়ুন-ভোট এসেছে, ট্রেন উদ্বোধন করে মোদি বাংলাপ্রেম দেখাচ্ছেন : সমীর
রান তাড়া করতে নেমে, শুরু থেকেই চাপে পড়ে মুম্বই। দুই ওপেনার হেইলে ম্যাথুউজ (১৩) এবং সজীবন সাজানা (১০) খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন শিভার (১৫), হরমনপ্রীত (১৮), নিকোলা ক্যারিরা (৬)। ফলে ৬৯ রানেই ৫ উইকেট হারিয়েছিল মুম্বই। ওই পরিস্থিতি থেকে মরিয়া লড়াই শুরু করেন অ্যামেলিয়া কের এবং আমোনজ্যোৎ কৌর। মাত্র ৪৫ বলে ঝড়ের গতিতে ৮৩ রান যোগ করেন দু’জনে। কিন্তু ১৯তম ওভারে আমোনজ্যোৎ ২৪ বলে ৪১ রান করে আউট হতেই মুম্বইয়ের জয়ের আশায় ইতি। অ্যামেলিয়া কের ২৮ বলে ৪৯ রানে নট আউট থেকে যান।

