খেলা

স্মৃতির ব্যাটে বড় জয় আরসিবির

বরোদা, ১৭ ফেব্রুয়ারি : প্রথম ম্যাচে তাও কষ্টার্জিত জয় ছিল। সোমবার আরসিবি দ্বিতীয় ম্যাচে কার্যত উড়িয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে। প্রতিপক্ষকে ১৪১ রানে গুটিয়ে দিয়ে অধিনায়ক স্মৃতি মান্ধানা ও ড্যানি ওয়েট হজ মিলে স্টিম রোলার চালিয়ে দেন মেগ ল্যানিংয়ের দলের উপর। দু’জনে মিলে প্রথম উইকেটে ১০৭ রান তুলে ফেলার পর ২ উইকেটে ১৪৬ রান তুলে বেঙ্গালুরু এই ম্যাচ জিতেছে ৮ উইকেটে। স্মৃতি ৪৭ বলে ৮১ রান করেছেন। ড্যানির সংগ্রহ ৩৩ বলে ৪২ রান।

আরও পড়ুন-বিজেপিতে ডামাডোল, বিধায়কই আনলেন লবিবাজির অভিযোগ

দুটো দলই মানসিকভাবে এগিয়ে থেকে মাঠে নেমেছিল। বেঙ্গালুরু যেমন প্রথম ম্যাচ জিতেছে, তেমনই দিল্লিও জয় দিয়ে এবারের মেয়েদের আইপিএল শুরু করেছে। দুই অধিনায়কও আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ ও বড় নাম। বেঙ্গালুরুর স্মৃতি। দিল্লির ল্যানিং। এছাড়া বেঙ্গালুরু দলে যেমন রিচা ঘোষের মতো ম্যাচ জেতানো ক্রিকেটার আছেন, তেমনই দিল্লিতে শেফালি ভার্মা। শেফালি অবশ্য প্রথম বলে আউট হয়ে যান রেণুকা সিং ঠাকুরের বলে।

আরও পড়ুন-স্বাস্থ্যকেন্দ্রে শূন্যপদ পূরণে উদ্যোগ, বিধানসভায় ঘোষণা মন্ত্রী ফিরহাদ হাকিমের

স্মৃতি এদিন টসে জিতে দিল্লিকে ব্যাট করতে দেন। ম্যাচের দ্বিতীয় বলে শেফালিকে (০) হারানোর পর দিল্লির ইনিংস আর দাঁড়াতেই পারেনি। তাও ল্যানিং (১৭) ও জেমাইমা রডরিগেজ (৩৪) মিলে ৬০ রান তুলে ফেলেছিলেন। কিন্তু এই দু’জন আউট হওয়ার পর দিল্লি মাঝখানে এমন কাউকে পায়নি যিনি রান এগিয়ে নিয়ে যেতে পারেন। মাঝখানে অ্যানাবেল সাদারল্যান্ড ১৯ রান করে যান। ওই সময় এক-দু’জনকে উইকেট আগলে খেলতে হত। যা হয়নি। তবু সারা ব্রিস (২৩) ও শিখা পাণ্ডে (১৪) লড়েন। এইজন্যই দিল্লি ১৯.৩ ওভারে ১৪৩ পর্যন্ত যেতে পেরেছে। রেণুকা ও জর্জিয়া ওয়ারহ্যাম ৩টি করে উইকেট নেন।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

2 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

22 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago