স্মৃতির চোখ কাপে, সেরা ম্যাচ খেলতে চান ল্যানিং, আজ ডব্লুপিএল ফাইনাল

অন্যদিকে, টানা দ্বিতীয়বার মেয়েদের আইপিএলের ফাইনালে দিল্লি। গতবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দিল্লিকে

Must read

নয়াদিল্লি, ১৬ মার্চ : বিরাট কোহলি (Virat Kohli) পারেননি। স্মৃতি মান্ধানা কি পারবেন! রবিবার মেয়েদের আইপিএলের ফাইনালে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। ছেলেদের আইপিএল ট্রফি এখনও অধরা আরসিবির। তারকাখচিত দল গড়েও, ট্রফি জিততে বারবার ব্যর্থ হয়েছে বেঙ্গালুরু ফ্যাঞ্চাইজি।
তবে স্মৃতি কোনও বাড়তি চাপ অনুভব করছেন না। আরসিবি মহিলা দলের অধিনায়কের সাফ কথা, ‘‘ছেলেদের দলের সঙ্গে নিজেদের তুলনা করতে চাই না। ফাইনালে উঠতে আমাদের মাত্র দুটো মরশুম সময় লেগেছে। ট্রফি জেতার লক্ষ্য নিয়ে রবিবার মাঠে নামব। কিন্তু কোনও বাড়তি চাপ নিচ্ছি না।’’ অলরাউন্ডার এলিস পেরির আগুনে ফর্ম ভরসা দিচ্ছে আরসিবি শিবিরকে। ব্যাট হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩১২ রান করার পাশাপাশি বল হাতে ১২ উইকেট নিয়েছেন পেরি।

আরও পড়ুন-রবীন্দ্রনাথের পরামর্শে ছড়া লেখেন অন্নদাশঙ্কর

অন্যদিকে, টানা দ্বিতীয়বার মেয়েদের আইপিএলের ফাইনালে দিল্লি। গতবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দিল্লিকে। অধিনায়ক মেগ ল্যানিং বলছেন, ‘‘এবার আমরা অনেক বেশি ধারাবাহিকতা দেখিয়েছি। তবে চূড়ান্ত লড়াই এখনও বাকি। গতবারের ভুলের পুনরাবৃত্তি চাই না। তাই টুর্নামেন্টের সেরা খেলাটা ফাইনালে খেলতে চাই।’’ ল্যানিং নিজে ব্যাট হাতে দারুণ ফর্মে। মোট ৩০৮ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে ছন্দে দিল্লির দুই বোলার মারিজানে কাপ ও জেস জোনাসেন। দু’জনেই নিয়েছেন ১১টি করে উইকেট। সব মিলিয়ে রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রহর গুনছে কোটলার ২২ গজ।

Latest article