ফের সাপ কলকাতা পুরসভায়! উদ্ধার করলেন বনকর্মীরা

Must read

ফের কলকাতা পুরসভায় (Kolkata Municipality) উদ্ধার সাপ। প্রিন্টিং ডিপার্টমেন্টের ঘরে দু’ফুট লম্বা সাপ ঢুকতে দেখেই পুরসভার কর্মীরা বন দফতরকে খবর দেয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পুরসভায় পৌঁছন বনকর্মীরা। ঘর থেকে সকলকে বার করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে সেখান থেকে সাপটিকে উদ্ধার করেন তাঁরা।

আরও পড়ুন- হাওড়াকে দূষণমুক্ত করাই লক্ষ্য! কড়া নির্দেশ মুখ্যসচিবের

বুধবার সকাল ১০টা নাগাদ পুরসভার (Kolkata Municipality) প্রিন্টিং বিভাগের দফতর খোলা হয়েছিল। তারপর সাড়ে ১০টা নাগাদ একটি সাপকে চেয়ার বেয়ে উঠতে দেখেন কর্মীরা। গত নভেম্বরেও পুর ভবনের দোতলায় খোদ ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে সাপ দেখতে পান পুরকর্মীরা। তার আগে গত বছরের মার্চ মাসেও পুরভবনের নীচের তলায় ট্রেজারি বিভাগে একটি বিশাল আকারের সাপের দেখা মিলেছিল।

Latest article