অভিষেকদের টিপস দিয়ে গেলেন স্নেহাশিস

Must read

প্রতিবেদন : বাংলার সিনিয়র দলের প্র্যাকটিসে এসে ক্রিকেটারদের উৎসাহ দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। তাদের মোটিভেশন বাড়াতে নিজের খেলোয়াড় জীবনের কথা তুলে ধরেন তিনি।
স্নেহাশিসের (Snehasish Ganguly) কথায়, দল হিসাবে আমরা গত কয়েক বছর খুব ভাল খেলেছি। কিন্তু দুর্ভাগ্য যে যেমন ফল চেয়েছিলাম সেটা পাইনি। আমাদের দলে অনেক প্রতিভা আছে। আমি নিশ্চিত এই মরশুমে আমরা জয়ী হয়ে ফিরব। কোচ লক্ষ্মীরতন শুক্লার প্রশংসা করে সিএবি সিএবি সভাপতি বলেন, লক্ষ্মী প্রচুর পরিশ্রম করছে। আমি ওকে শুভেচ্ছা জানাই। বাংলার প্র্যাকটিসে স্নেহাশিস আলাদা করে কথা বলেন অভিষেক পোড়েলের সঙ্গে। কিছু টেকনিক্যাল দিক নিয়ে কথা হয়েছে। লক্ষ্মী ছাড়া ছিলেন বাকি কোচেরাও।
এদিন সিএবি অবজার্ভারদের নিয়ে সেমিনার হল ইডেনে। সিএবি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন কর্তাদের আরও কয়েকজন। সৌরভ ও স্নেহাশিস ম্যাচ অবজার্ভারদের নানান পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন-ইংলিশ চ্যানেল জয় বাংলার আফরিনের

Latest article