সংবাদদাতা, শিলিগুড়ি : বাংলা-সিকিমের পরিবহণব্যবস্থাকে চাঙ্গা করতে হল বৈঠক। বুধবার শিলিগুড়ির গেস্ট হাউসে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ আধিকারিকেরা। কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করা হয় এদিন। বৈঠকে আলোচনা হয়, বাংলা থেকে পর্যটকদের সিকিমে নিয়ে যাওয়া হোক কিংবা সিকিম থেকে আনা হোক পশ্চিমবঙ্গে, পর্যটকদের পরিবহণের ক্ষেত্রে একই নিয়ম কার্যকরী হবে দুই রাজ্যে। বাংলার গাড়ি সিকিমে কেবল হোটেল পর্যন্তই পর্যটকদের নামাতে পারবে, অপরদিকে সিকিমের গাড়ির ক্ষেত্রেও থাকবে একই নিয়ম। পাশাপাশি সিকিমে যাতে পর্যটকদের কোনও হেনস্থার শিকার হতে না হয় সেই বিষয়টিও নিশ্চিত করবে সিকিম পর্যটন দফতর।
আরও পড়ুন-নিরাপত্তায় জোর, ৮ দিন ছুটি বাতিল পুলিশের
যেখানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহণ দফতরের সম্পাদক সৌমিত্র মোহন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সিকিম পর্যটন দফতরের উপদেষ্টা মদন সিনচুড়ি-সহ অন্যরা। বৈঠক শেষে চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, পরিবহণের ক্ষেত্রে যাতে দুই রাজ্যের মধ্যে কোনও সমস্যা না হয় তা সুনিশ্চিত করা হবে। সমস্ত বিষয় নিয়ে এদিন প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে। এছাড়াও তিনি আরও জানান, শিলিগুড়ি শহরে যানজটের সমস্যা মোকাবিলা করার বিষয় নিয়েও আলোচনা হয়। সিকিম পরিবহন দফতরের উপদেষ্টা মদন সিনচুড়ি জানান, ২০২২ সালে শেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখানে নিয়ম ছিল স্থানীয় গাড়ি চালকদের কথা চিন্তা করে পর্যটকদের কেবল হোটেল পর্যন্ত ছাড়ার অনুমতি দেওয়া হয়। দুই রাজ্যের জন্যই একই নিয়ম কার্যকর হয়। সেই নিয়মই এবারও বহাল থাকবে। পাশাপাশি পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে দুই রাজ্যে গাড়ির সংখ্যা ৩০০০ থেকে বাড়িয়ে ৪৫০০ করা হবে। এদিনের প্রাথমিক আলোচনায় এই বিষয়গুলি লিপিবদ্ধ করে সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। তারপরই চুক্তি স্বাক্ষরিত হবে।