দুঃসাহসিক ডাকাতি তদন্তে স্নিফার ডগ

তদন্তের জন্য ঘটনাস্থলে আনা হয় স্নিফার ডগও। তল্লাশিতে ঘটনাস্থল থেকে পাওয়া যায় রাজমিস্ত্রির কাজে ব্যবহারের বেশ কিছু সরঞ্জাম ও একটি স্ক্রু ড্রাইভার।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : অন্ডালের দীর্ঘ নালা গ্রামের পরেশ কুণ্ডুর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ওই বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। বাড়ির পিছনের দরজা ভেঙে দলটি ঘরের ভিতরে ঢোকে। বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট চালায় তারা। বাড়ির এক সদস্য জানান, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে দুটো রুমের মধ্যে আটকে রাখে।

আরও পড়ুন-বিদ্যুৎ ভবনে খোলা হল কন্ট্রোল রুম, কী কী সমস্যা জানানো যাবে জেনে নিন

রাত একটা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত দুষ্কৃতীরা তাণ্ডব চালায় ঘরের মধ্যে। নগদ কয়েক লক্ষ টাকা-সহ বেশ কয়েক ভরি সোনার অলংকার ও অন্যান্য জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দলটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা-সহ অন্য পুলিশ আধিকারিকরা। তদন্তের জন্য ঘটনাস্থলে আনা হয় স্নিফার ডগও। তল্লাশিতে ঘটনাস্থল থেকে পাওয়া যায় রাজমিস্ত্রির কাজে ব্যবহারের বেশ কিছু সরঞ্জাম ও একটি স্ক্রু ড্রাইভার।

Latest article