প্রতিবেদন : হাওয়া অফিসর পূর্বাভাস মিলিয়ে উত্তরের পাহাড় সমতলে হয়েছে শিলাবৃষ্টি। আর তুষারপাত হচ্ছে সান্দাকফুতে। চারিদিক বরফে ঢেকে গিয়েছে। এই নিয়ে ২০২৩ সালে দ্বিতীয়বার তুষারপাত হল সান্দাকফুতে। শেষবার যতটা বরফ পড়েছিল, তার থেকে এবারের তুষারপাতের পরিমাণ অনেকটা বেশি বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন-সোনামুখীতে অচিরেই নতুন ফায়ার স্টেশন
প্রায় ছয় ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকেছে সান্দাকফু। শুধু সান্দাকফুতেই নয়, ট্রেকরুটে অন্যান্য যে পাহাড়ি গ্রামগুলি পড়ে, সেখানেও কম-বেশি তুষারপাত হয়েছে বলে জানা যাচ্ছে। টংলু, টামলিং, চিত্রে, ফালুটেও তুষারপাত হয়েছে। পাশাশি দার্জিলিংয়েও তুষারপাত হয়েছে। মার্চের মাঝে পাহাড়ে তুষার দেখে পর্যটকদের পোয়াবারো। তবে আগামী কয়েকদিনও এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিঙে জারি করা হয়েছে কমলা সতর্কতা।