২০২২-এর পর তুষারে ঢাকল দার্জিলিং শহর

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : প্রতীক্ষার অবসান। সাদা বরফের (snowfall) চাদরে ঢাকল দার্জিলিং। আনন্দে আত্মহারা পর্যটকগণ। ২০২২-এ শেষ তুষারপাত হয়েছিল শৈলশহরে। এরপর সান্দাকফু, সিকিমে তুষারপাত (snowfall) নিয়ম করে হলেও দার্জিলিংয়ে হয়নি। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে তুষারপাত হল শৈলশহর দার্জিলিংয়ে। সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। এর মাঝেই তুষারপাত হয়। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে এই তুষারপাতের ছবি ক্যামেরাবন্দি করছেন পর্যটকেরা। সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। মরশুমে প্রথম দার্জিলিংয়ে তুষারপাত— স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা।

আরও পড়ুন- স্যালাইনের অঘটন নিশ্চিত নয় গাফিলতি, ষড়যন্ত্রেরও আশঙ্কা

Latest article