মরসুমের প্রথম তুষারে ঢাকল সান্দাকফু, খুশি পযটকেরা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : নভেম্বরেই তুষারে ঢাকল শৈলশহর। বৃহস্পতিবার দুপুরেই তুষারপাত শুরু হয় সান্দাকফুতেও (Sandakphu)। সাধারণ ডিসেম্বর থেকে বরফ পড়ে। এবার আগেই বরফ! এত আগে তুষারপাত দার্জলিভের বাসিন্দারাও আশা করেন না। ফলে পর্যটকদের পোয়াবারো। আনন্দে মেতে উঠলেন তাঁরা। তুষারপাত উপভোগ করতে দলবেঁধে রাস্তায় বেড়িয়ে পড়েন পর্যটকেরা। শীত আরও জাঁকিয়ে বসলে আরও বেশি তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে সান্দাকফুতে (Sandakphu), মনে করছেন অনেকে। ফলে তাঁরা ডিসেম্বরের শীতের দিকে তাকিয়ে আছেন। নভেম্বর থেকেই সান্দাকফুতে পর্যটকদের ভিড় বাড়তে পারে। দার্জিলিঙে তুষারপাতের কথা শুনে আরও বেশি করে পর্যটকেরা সেখানে যাবেন বলে মনে করা হচ্ছে। তবে দার্জিলিঙে তুষারপাত হলেও সমতলে এখনও সে ভাবে শীতের দেখা মেলেনি। হালকা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। তবে আগামী কয়েক দিন নতুন করে পারদপতনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন- জনসংযোগেই মিটছে সমস্যা, তৃণমূলের উদ্যোগে খুশি মানুষ

Latest article