সংবাদদাতা, শিলিগুড়ি : বছরের শুরুতেই মন ভাল হয়ে গেল পর্যটকদের। প্রবল তুষারপাত (Snowfall) উত্তর সিকিমে। বরফের চাদরে মুখ ঢাকল পাহাড়৷ যা এই মরশুমে ঘুরতে আসা পর্যটকদের জন্য বাড়তি পাওয়া৷ মঙ্গলবার বিকেলে প্রত্যাশামতো তাপমাত্রার পারদপতন হয়। এরপরেই জাঁকিয়ে পড়ে শীত। আর তাপমাত্রার পতন হতেই উত্তর সিকিম জুড়ে শুরু হয় প্রবল তুষারপাত (Snowfall)। মোটা সাদা বরফের চাদরে মুখ ঢাকে পাহাড়, রাস্তাঘাট থেকে বিস্তীর্ণ এলাকা। ঠিক যেন সুইৎজারল্যান্ড! তাপমাত্রা মাইনাসে। সাদা বরফের চাদরে মোড়া চারপাশ। হোটেল, বাড়ি, গাছ-গাছালি থেকে গাড়ি— বাদ কিছু নেই। নতুন বছরের প্রথম সপ্তাহেই উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী তুষারপাত শুরু হতে বদলে গিয়েছে ছবি। ইয়ুমথাং, লাচেন, লাচুং হয়ে উঠেছে বরফের দেশ। মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়েছে তুষারপাত। তবে ভারী তুষারপাতের কারণে নাথু লা, সোঙ্গো এবং ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে।